You dont have javascript enabled! Please enable it! 1971.07.24 | গােল্ডেন টোব্যাকো কোম্পানীর পক্ষ থেকে শরণার্থী সাহায্যে ১ লক্ষ টাকা দান | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

গােল্ডেন টোব্যাকো কোম্পানীর পক্ষ থেকে শরণার্থী সাহায্যে ১ লক্ষ টাকা দান।

বুধবার গােল্ডেন টোব্যাকো কোম্পানীর পক্ষ থেকে বাংলাদেশের শরণার্থীদের সহায্যের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় তহবিলে ১ লক্ষ টাকা দেওয়া হয়। নয়াদিল্লীতে ঐ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর শ্রী ছত্রভূজ নারসি ঐ টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে দেন।

২৪ জুলাই ‘৭১

Reference: ২৪ জুলাই ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা