You dont have javascript enabled! Please enable it! 1971.04.17 | অস্থায়ী মুজিবনগর সরকার শপথ (ভিডিও) - সংগ্রামের নোটবুক

অস্থায়ী মুজিবনগর সরকার শপথ (ভিডিও)

কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামের ‘মুজিব নগর’-এ প্রায় পাচ হাজার মানুষের বিপুল হর্ষধ্বনির মধ্যে আওয়ামীলীগ চীফ হুইফ অধ্যাপক ইউসুফ আলীর স্বাধীনতা সনদ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ গঠিত হয়।
স্বাধীনতার সনদ ঘোষণা ও শপথ অনুষ্ঠানে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে মুক্তিবাহিনীর দুটি প্লাটুন আনসার,ইপিআর,মুজাহিদ এসডিপিও/ ক্যাপ্টেন মাহবুবউদ্দীনের নেতৃত্বে সামরিক অভিবাদন জানায়। এই অনুষ্ঠান পরিচালনা করেন গণপরিষদ সদস্য আবদুল মান্নান।

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!