You dont have javascript enabled! Please enable it! 1971.08.09 | জামাতের সিদ্ধান্ত - কাফের কবি নজরুলের সাহিত্য বিলোপ করতে হবে। রেডিও-টিভিতে ৫০% অনুষ্ঠান উর্দুতে হবে। পাকিস্তানী ও চীনের সৈনিকদের নামে শহরের নামকরণ - সংগ্রামের নোটবুক
একাত্তরে আগস্টে জামাতের সিদ্ধান্ত ছিলো –
কাফের কবি নজরুল ইসলামের সাহিত্য বিলোপ করতে হবে। তার এক ছেলের হিন্দু নাম। রেডিও-টিভিতে ৫০% অনুষ্ঠান উর্দুতে প্রচার করতে হবে। বীর পাকিস্তানী ও চীনের সৈনিকদের নামে শহরের নামকরণ করতে হবে। বাঙালীর পক্ষের বুদ্ধিজীবীদের ফাঁসি দিতে হবে। উচ্চ পদের বাঙালী অফিসারদের ২ বছরের জন্য অপসারণ করতে হবে। রাজাকারদের বেতনের জন্য হিন্দু সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে হবে। বাংলা সাইনবোর্ড সরিয়ে ফেলতে হবে।
৯ আগস্ট ১৯৭১ তারিখে ‘পাকিস্তান সংহতি ও অখণ্ডতা সংরক্ষণ সংগ্রাম কমিটির ব্যানারে জামাতে ইসলামের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
Reference:
বাংলাদেশে গণহত্যা ফজলুর রহমান, pp. ৫৫-৫৭
সংগ্রামের নোটবুক
[pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/05/jamat-demands.pdf” title=”jamat demands”]