You dont have javascript enabled! Please enable it!

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাঙলাদেশ সফরে আসবেন
বিশ্ব শান্তি সংসদের সিদ্ধান্ত

নয়াদিল্লী, ৬ জুলাই (ইউএনআই) বাঙলাদেশের প্রতি সংহতি জ্ঞাপনের এবং মুক্তিযুদ্ধের ওপর আন্ত জাতিক সমর্থন সংগ্রহের উদ্দেশ্যে বিশ্বশান্তি সংসদ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাঙলাদেশে পাঠানাের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিশ্ব শান্তি সংসদের সাধারণ সম্পাদক শ্রীরমেশ চন্দ্র আজ এখানে সাংবাদিকদের কাছে বলেন যে দক্ষিণ আমেরিকায় ইউরােপ ও আফ্রিকার ১৫ থেকে ২০টি দেশের প্রতিনিধিরা বাঙলাদেশ সফরে যাবেন। প্রতিনিধিরা গ্রুপ ভিত্তিতে আগস্ট মাস থেকে বাঙলাদেশে আসতে শুরু করবেন এবং তা অক্টোবরে শেষ পর্যন্ত চলবে।
তিনি বলেন, প্রতিনিধিরা বাঙলাদেশের মুক্তাঞ্চল এবং ভারতের শরণার্থী শিবিরগুলি সফর করবেন। শ্রীরমেশচন্দ্র বলেন, বিশ্বের জনমত বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের অনুকূলে রয়েছে।

সূত্র: কালান্তর, ৭.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!