বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে
সিকিম ও নেপাল সরকারের দান
নয়াদিল্লী, ৩ জুন- (ইউএনআই) সিকিম সরকার বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যার্থে ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকা সাহায্য করেছেন।
৩ লক্ষ টাকার চেক সহ প্রধান মন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর কাছে লিখিত এক পত্রে শ্রীগােগিয়াল মানবত্মার লাঞ্ছনার প্রতি তার সংহতি জ্ঞাপন করেছেন। শরণার্থী ত্রাণ ব্যবস্থায় সরকার ও ভারতীয় জনসাধারণের প্রশংসনীয় ভূমিকার প্রতিও তিনি শ্রদ্ধা জানিয়েছেন।
নেপাল সরকারের সাহায্য
কাটমান্ডু থেকে নেপাল সরকার বাঙলাদেশের শরণার্থীদের সাহায্যের জন্য ২৫ হাজার টাকা দান করেছেন।
সূত্র: কালান্তর ৬.৬.১৯৭১