You dont have javascript enabled! Please enable it! 1971.10.07 | জামাতে ইসলামীর মজলিশে সুরার অভিমত - সংগ্রামের নোটবুক

৭ অক্টোবর ১৯৭১ঃ জামাতে ইসলামীর মজলিশে সুরার অভিমত।

জামাতে ইসলামীর মজলিশে সুরার বৈঠকে প্রদেশের জন্য একটি অর্থনৈতিক পুনর্গঠন কমিটি করার প্রস্তাব করেন। কমিটি প্রদেশের অর্থনৈতিক অবস্থা যাচাই এবং পুনর্বাসনের ব্যাবস্থা যাচাই করে দেখবে এবং প্রতিকারের জন্য সরকারের কাছে প্রস্তাব পেশ করবে। মজলিশে সুরা এ লক্ষে সাত দফা প্রস্তাব দিয়েছে ১) দুর্গত ও গৃহহারাদের পুনর্বাসন ২) খাদ্য নিরাপত্তা এবং নিরাপদে খাদ্য সরবরাহ। ৩) পাট রপ্তানি বৃদ্ধির জন্য পাটকল এবং বেলিং কারখানায় পাট সরবরাহ নিশ্চিত করতে হবে। ৪) দুর্গতদের পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা করতে হবে। ৫) বন্যা নিয়ন্ত্রণকে সর্বাধিক প্রাধান্য দিতে হবে। ৬) ক্ষুদ্র ও কুটির শিল্প মালিকদের ঋণ দিতে হবে। বৈদেশিক সাহায্য এর বেশীর ভাগ এ প্রদেশে ব্যায় করতে হবে। অপর এক বৈঠকে জামাতে ইসলামী আগামী শিক্ষাবর্ষের বইয়ের জন্য সংশোধিত সিলেবাস প্রকাশের দাবী জানিয়েছে।