You dont have javascript enabled! Please enable it! 1971.04.10 | মুজিবনগর সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের তালিকা - সংগ্রামের নোটবুক

মুজিবনগর সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের তালিকা – ১ 

একনজরে নির্বাসিত মুজিবনগর সরকার
স্থাপিত : ১০ই এপ্রিল ১৯৭১
শপথ গ্রহণ : ১৭ই এপ্রিল ১৯৭১
অস্থায়ী সচিবালয় : মুজিবনগর
ক্যাম্প অফিস : ৮ থিয়েটার রােড কলকাতা

রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন)
উপ-রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী রাষ্ট্রপতি)
প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
অর্থমন্ত্রী : এম মনসুর আলী
স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী : এম কামরুজ্জামান
পররাষ্ট্র ও আইনমন্ত্রী : খন্দকার মােশতাক আহমদ।
প্রধান সেনাপতি : মােহাম্মদ আতাউল গণি ওসমানী
চিফ অব স্টাফ : আবদুর রব
বিমানবাহিনী প্রধান : এ কে খন্দকার (১৯৭১ সালে এম এ জি ওসমানী এবং আবদুর রব দু’জনেই অবসরপ্রাপ্ত কর্নেল ছিলেন। দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দু’জনকেই জেনারেল (অবঃ) পদে উন্নীত করেন।)

বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তিবর্গ
তথ্য, বেতার ও প্রচার : আবদুল মান্নান এমএনএ
সাহায্য ও পুনর্বাসন : অধ্যাপক ইউসুফ আলী এমএনএ
ভলান্টিয়ার কোর : ব্যারিস্টার আমিরুল ইসলাম এমএনএ
বাণিজ্য বিষয়ক : মতিউর রহমান এমএনএ

অস্থায়ী সচিবালয়ে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত কর্মচারীবৃন্দ
সেক্রেটারি জেনারেল : রুহুল কুদুস
অর্থ সচিব : খন্দকার আসাদুজ্জামান
ক্যাবিনেট সচিব : তওফিক ইমাম
প্রতিরক্ষা সচিব : আবদুস সামাদ
পররাষ্ট্র সচিব : মাহবুবুল আলম চাষী (নভেম্বর পর্যন্ত), এফতেহ্
তথ্য সচিব : আনােয়ারুল হক খান
সংস্থাপন সচিব : নুরুল কাদের খান
স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান : আবদুল খালেক
কৃষি সচিব : নুরুদ্দীন আহমদ
বহির্বিশ্বে বিশেষ দূত : বিচারপতি আবু সাঈদ চৌধুরী
নয়া দিল্লিতে মিশন প্রধান : হুমায়ুন রশিদ চৌধুরী
কলকাতায় মিশন প্রধান : হােসেন আলী (মরহুম)
পরিকল্পনা কমশিনের প্রধান : ড. মােজাফফর আহমদ
পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ : ড. মােশারফ হােসেন, ড. আনিসুজ্জামান, ড. সারােয়ার মুর্শেদ, ড. স্বদেশ রঞ্জন।
বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান : ড. এ আর মল্লিক
ইয়থ ক্যাম্প-এর পরিচালক : উইং কমান্ডার (অবঃ) এস আর মির্জা পরিচালক
তথ্য ও প্রচার দফতর : এম আর আখতার মুকুল
পরিচালক, চলচ্চিত্র বিভাগ : এ খয়ের
পরিচালক, আর্টস ও ডিজাইন : কামরুল হাসান (মরহুম)
রিলিফ কমিশনার : শ্রী জে জি ভৌমিক
পরিচালক, মেডিক্যাল বিষয়ক : ডাক্তার টি হােসেন
সহকারী পরিচালক, মেডিক্যাল : ডাক্তার আহমদ আলী

মন্ত্রিসভার সদস্যদের ব্যক্তিগত স্টাফ
অস্থায়ী রাষ্ট্রপতির একান্ত সচিব : কাজী লুৎফুল হক (মরহুম)
প্রধানমন্ত্রীর একান্ত সচিব : ড. ফারুক আজিজ খান পি আর ও
: আলী তারেক।
স্টাফ অফিসার : মেজর নূরুল ইসলাম [পরবর্তীকালে মেজর জেনারেল (অবঃ)]
স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব : মামুনুর রশিদ
পি আর ও : রবীন্দ্রনাথ ত্রিবেদী
অর্থমন্ত্রীর একান্ত সচিব : সা’দত হােসাইন
কলকাতার মিশনে তথ্য অফিসার : জোয়াদুল করিম, আমিনুল হক বাদশা
২০
পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব : কামাল সিদ্দিকী (ড.]
পি আর ও : কুমার শংকর হাজরা
প্রধান সেনাপতির দু’জন এডিসি : ক্যাপ্টেন নূর : লে, শেখ কামাল (মরহুম)
প্রধান সেনাপতির পি আর ও : মােস্তাফা আল্লামা
উপ-সচিব, দেশরক্ষা : আকবর আলী খান
উপ-সচিব, সংস্থাপন : ওয়ালীউল ইসলাম
উপ-সচিব, স্বরাষ্ট্র : খােরশেদুজ্জামান চৌধুরী
ট্রান্সপাের্ট অফিসার : এম এইচ সিদ্দিকী
বেতারকেন্দ্রের অনুষ্ঠানের দায়িত্বে : আশফাকুর রহমান খান। : শহীদুল ইসলাম, টি এইচ শিকদার।
বেলাল মােহাম্মদ ও তাহের সুলতান
বাংলা সংবাদের দায়িত্বে : কামাল লােহানী
ইংরেজি সংবাদের দায়িত্বে : আলী জাকের
ইংরেজি সংবাদ পর্যালােচনা : আলমগীর কবীর (মরহুম]
উর্দু অনুষ্ঠানের দায়িত্বে : জাহিদ সিদ্দিকী (মরহুম)
সঙ্গীতের দায়িত্বে : সমর দাস ও অজিত রায়।
নাটকের দায়িত্বে : হাসান ইমাম, রণেন কুশারী ও
: মােস্তফা আনােয়ার
ও বি ও সাক্ষাৎকার অনুষ্ঠান : আশরাফুল আলম
প্রকৌশলীর দায়িত্বে : সৈয়দ আবদুস শাকের : রেজাউল করিম চৌধুরী।

বিভিন্ন জোনের প্রশাসনিক দায়িত্বে নিয়ােজিত রাজনৈতিক ব্যক্তিত্ব
দক্ষিণ-পূর্ব জোন : অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী এমএনএ (মরহুম)
: জহুর আহমদ চৌধুরী এমএনএ ।
উত্তর-পূর্ব জোন : দেওয়ান ফরিদ গাজী এমএনএ, শামসুর রহমান খান।
পূর্ব জোন : এম এ রব এমএনএ
উত্তর জোন : মতিউর রহমান এমএনএ ও এ রউফ এমএনএ
পশ্চিম জোন : আজিজুর রহমান ও আশরাফুল ইসলাম এমএনএ
দক্ষিণ-পশ্চিম জোন : এম এ রউফ চৌধুরী এমএনএ, ফনী মজুমদার এমপিএ (প্রয়াত)
জোনাল অফিসে কর্মরত বেসামরিক অফিসারবৃন্দ
এস এ সামাদ (শিলং, দঃ-পূর্ব জোন-১), কে আর আহমদ (আগরতলা, দঃ-পূর্ব জোন২), ডা. কে এ হাসান (আগরতলা, পূর্ব জোন), এস এইচ চৌধুরী (আগরতলা, উঃপূর্ব জোন-১), মােঃ লুত্যর রহমান (তুরা, উঃ-পূর্ব জোন-২) ফয়েজ উদ্দীন আহমদ (কুচবিহার, উত্তর জোন), এ খসরু (গঙ্গারামপুর, পশ্চিম জোন), শামসুল হক (কৃষ্ণনগর দঃ-পশ্চিম জোন) এবং এ মােমিন (বারাসাত, দক্ষিণ জোন)।

Ref: আমি বিজয় দেখেছি, এম আর আখতার মুকুল

 

মুজিবনগর সরকারের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের তালিকা – ২ 

মন্ত্রীসভার পুর্ণ বিবরণী :

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম

রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন।

প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ
পররাষ্ট্র ও আইন মন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমাদ
অর্থ ও বাণিজ্য মন্ত্রী জনাব মনসুর আলী
স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামরুজ্জামান
প্রধান সেনাপতি কর্ণেল (পরে জেনারেল) আতাউল গনি ওসমানী

  

উপ-রাষ্ট্রপতির দপ্তর :

উপদেষ্টাগণ
জনাব মোহাম্মদ উল্লাহ এম.এন.এ
সৈয়দ আবদুস সোলতান এম.এন.এ
জনাব কোরবান আলী এম.এন.এ
একান্ত সচিব কাজী লুৎফুল হক
সহকারী সচিব জনাব আজিজুর রহমান
প্রধান নিরাপত্তা অফিসার সৈয়দ এম. করিম

 

মুজিবনগর প্রশাসন :

একাত্তরের রণাঙ্গনের সবচাইতে উল্লেখযোগ্য সংযোজন মুজিবনগর প্রশাসন। বলা বাহুল্য, এই প্রশাসনই  ছিল মুজিবনগরে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান কেন্দ্রবিন্দু।

সমগ্র মুজিবনগর প্রশাসন পরিচালিত হয়েছে পূর্ণাঙ্গ মন্ত্রণালয়ের মাধ্যমে।

মন্ত্রণালয়ের বিবরণী :

প্রতিরক্ষা

সংস্থাপন

কেবিনেট ও বেসামরিক প্রশাসন

পররাষ্ট্র ও আইন

অর্থ

প্রেস, তথ্য, বেতার, ফিল্ম, আর্ট এন্ড ডিজাইন

স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন

পরিকল্পনা

শিক্ষা

পোস্ট ও টেলিগ্রাম

শিল্প ও বাণিজ্য

কৃষি।

 

প্রধানমন্ত্রী :

এডিসি মেজর নূরুল ইসলাম
একান্ত সচিব ডাঃ ফারুক আজিজ
তথ্য অফিসার জনাব আলী তারেক

 

প্রধানমন্ত্রীর দপ্তরসমূহ :

প্রতিরক্ষা, কেবিনেট ও সংস্থাপন, প্রেস, তথ্য, বেতার, ফিল্ম, আর্ট এন্ড ডিজাইন এবং পরিকল্পনা।

প্রতিরক্ষা মন্ত্রণালয় :

প্রধান সেনাপতি কর্ণেল (পরে জেনারেল) আতাউল গনি ওসমানী
চীফ অব স্টাফ কর্ণেল (পরে মেজর জেনারেল) এম এ রব
বিমান বাহিনী প্রধান গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খোন্দকার
প্রধান সেনাপতির এডিসি লেফটেন্যান্ট নূর
প্রতিরক্ষা সচিব আবদুস সামাদ
উপ-সচিব আকবর আলী খান

এস.এ. ইমাম

সহকারী সচিব নূরুল ইসলাম চৌধুরী

এম. এইচ. সিদ্দিকী

 

কেবিনেট ও সংস্থাপন মন্ত্রণালয় :

প্রধান সচিব রুহুল কুদ্দুস
সংস্থাপন সচিব নূরুল কাদের খান
কেবিনেট সচিব এইচ. টি. ইমাম
উপ-সচিব কামাল উদ্দিন আহম্মদ

তৌফিক এলাহী চৌধুরী

দীপক কুমার চৌধুরী

ওলিউল ইসলাম

সহকারী সচিব বজলুর রহমান

নরেশ চন্দ্র রায়

মতিউর রহমান

এম. এ. আউয়াল

আবু তালেব

মোহাম্মদ হেদায়েত উল্ল্যা

কামাল সিদ্দিকী

শাহ মতিউর রহমান

 

প্রেস, তথ্য, বেতার, ফিল্ম, আর্ট এন্ড ডিজাইন :

এম.এন.এ-ইন-চার্জ জনাব আবদুল মান্নান এম. এন. এ
সচিব (প্রথম) আবদুস সামাদ ৩ সেপ্টেম্বর ’৭১ থেকে ১৩ অক্টোবর ’৭১ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বসহ এই বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
সচিব (দ্বিতীয়) আনোয়ারুল হক খান ১৪ অক্টোবর ’৭১ থেকে ১৬ ডিসেম্বর ‘৭১।
ডাইরেক্টর, আর্ট এন্ড ডিজাইন কামরুল হাসান
ডাইরেক্টর, ফিল্ম আবদুল জব্বার খান
ডাইরেক্টর, প্রেস এন্ড পাবলিসিটি এম. আর. আখতার মুকুল

 

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র :

সিনিয়র প্রোগ্রাম অর্গানাইজার পরিচালকের দায়িত্ব পালন শামসুল হুদা চৌধুরী
সম্পাদক বার্তা কামাল লোহানী বার্তা শাখার প্রধান
রেডিও ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুস শাকের প্রকৌশল শাখার প্রধান
প্রোগ্রাম অর্গানাইজার আশফাকুর রহমান সঙ্গীত এবং উপস্থাপনা
  মেসবাহ উদ্দিন আহম্মদ নাটক ও সাহিত্যানুষ্ঠান
বেলাল মোহাম্মদ কথিকা, গ্রামীণ শ্রোতাদের জন্য অনুষ্ঠান ‘সোনার বাংলা’
আলমগীর কবীর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম
সাব এডিটর, নিউজ ম. মামন বার্তা শাখায় ইংরেজি সংবাদ বুলেটিন

 

পরিকল্পনা কমিশন :

চেয়ারম্যান ডক্টর মুজাফফর আহমদ চৌধুরী
সদস্য স্বদেশ বসু
ডঃ মোশারফ হোসেন
ডক্টর আনিসুজ্জামান
ডক্টর সরওয়ার মোরশেদ
ডেপুটি চীফ এ.এ. মাসুদ মিঞা
কে. এস. ডি. সরমান
এ.এস. এম হোসেন
এম খালেকুজ্জামান
এ. কে. রায়
ডক্টর ওয়াজিউর রহমান
ডক্টর এম নুরুল ইসলাম
রিসার্স অফিসার ডি কে কলিন নো
তপন কুমার বোস
এম. এ. নওজেশ আলী
ডি কে নাথ

 

অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় :

মন্ত্রী এম মনসুর আলী
একান্ত সচিব সাফাত হোসেন

 

অর্থ মন্ত্রণালয় :

সচিব খোন্দকার আসাদুজ্জামান
সহকারী সচিব মাখন চন্দ্র মাঝি
শামসুদ্দিন হায়দার
ক্ষিতিশ চন্দ্র কুন্ডু
এ. কে. এম. হেফারত উল্লাহ
আলী করিম

 

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় :

সহকারী সচিব মোহাম্মদ ইদ্রিস আলী
জগন্নাথ দে
এ. কে. আনোয়ার হক

 

 পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় :

মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় খোন্দকার মোশতাক আহমাদ
সচিব মাহবুবুল আলম চাষী
ওএসডি ব্যারিস্টার মওদুদ আহমদ
মন্ত্রীর একান্ত সচিব কামাল সিদ্দিকী

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশনসমূহ :

কলকাতা
১. এম হোসেন আলী হাই কমিশনার, কলকাতা
২. আর আই চৌধুরী প্রথম সচিব
৩. আনোয়ারুল চৌধুরী তৃতীয় সচিব
৪. কাজী নজরুল ইসলাম  
৫. এম মোকছুদ আলী সহকারী প্রেস এ্যাটাচি
৬. জায়েদুর রহমান অফিসার

 

নয়াদিল্লী
১. হুমায়ুন রশীদ চৌধুরী কাউন্সিলর
২. কে এম শাহাবুদ্দিন দ্বিতীয় সচিব
৩. আমজাদুল হক সহকারী প্রেস এ্যাটাচি

 

নিউইয়র্ক
১. এ এইচ মাহমুদ আলী উপ-কন্সাল
২. এম এ করিম উপ-স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ

 

ওয়াশিংটন
১. এনায়েত করিম মিনিস্টার
২. এ এম এম এস কিবরিয়া রাজনৈতিক কাউন্সিলর
৩. এ এম এ মুহিত অর্থনৈতিক কাউন্সিলর
৪. এ আর মতিনউদ্দিন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কাউন্সিলর
৫. সৈয়দ মোয়াজ্জেম আলী তৃতীয় সচিব
৬. এম আর চৌধুরী একাউন্টস অফিসার
৭. শেখ রুস্তম আলী সহকারী তথ্য অফিসার
৮. এ এম এস আলম সহকারী প্রশাসনিক অফিসার

 

যুক্তরাজ্য
১. মহিউদ্দিন আহমদ দ্বিতীয় সচিব
২. এ লুৎফুল মতিন পরিচালক (অর্থ)
৩. রেজাউল করিম কাউন্সিলর
৪. আবদুর রউফ ডেপুটি ডাইরেক্টর
৫. ফজলুল হক চৌধুরী লেবার এ্যাটাচি

 

সুইজারল্যান্ড
১. ওয়ালিউর রহমান দ্বিতীয় সচিব

 

ইরাক
১. এ এফ এম আবুল ফাতাহ রাষ্ট্রদূত

 

ফিলিপাইন
১. কে কে পন্নী রাষ্ট্রদূত

 

জাপান
১. এ রহিম তৃতীয় সচিব
২. এম মাসুদ প্রেস এ্যাটাচি

 

নেপাল
১. এম এ জায়গীরদার তৃতীয় সচিব

 

হংকং
১. মহিউদ্দিন আহমদ দায়িত্বপ্রাপ্ত ট্রেড কমিশনার

 

আইন মন্ত্রণালয় :

সচিব এ. হান্নান চৌধুরী
উপ-সচিব রবীন্দ্র কুমার বিশ্বাস
শীলব্রত বড়ুয়া

 

স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় :

মন্ত্রী এ.এইচ. এম. কামরুজ্জামান
সচিব এম. এ মালেক
উপ-সচিব খসরুজ্জামান চৌধুরী
সহকারী সচিব সৈয়দ মাহবুবুর রশীদ
  জ্ঞানরঞ্জন সাহা
  গোলাম আকবর
স্টাফ অফিসার এম.এ. গাফফার
জেলা আনসার অফিসার শরীফুল হক
  রশীদ বখত মজুমদার
মহকুমা আনসার অফিসার সৈয়দ হাবিবুল বারী
আনসার অফিসার শামসুর রহমান
আকরাম হোসেন
তবিবুর রহমান
এ. কে. হুমায়ুন
কে. জি কাদের
আবুল বাশার
আবদুল মান্নান
আলী আকবর
মোঃ জহির উদ্দিন

 

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় :

মন্ত্রী এম. মনসুর আলী
সহকারী সচিব মোঃ ইদরিস আলী
জগন্নাথ দে
এ. কে. আনোয়ারুল হক

 

শিক্ষা মন্ত্রণালয় :

উপদেষ্টা কামরুজ্জামান এম. এন. এ
শিক্ষা অফিসার আহমদ হোসেন

 

কৃষি মন্ত্রণালয় :

মন্ত্রী এ. এইচ. এম. কামরুজ্জামান
সচিব নূরউদ্দিন আহমদ
উপ-সচিব শহিদুল ইসলাম
বিভাগীয় বন কর্মকর্তা এন এম সরকার
মোজাম্মেল হোসেন

 

মুজিবনগর প্রশাসনকে কয়েকটি জোনে ভাগ করা হয়েছিল। যাঁরা এসব জোনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তাঁরা ছিলেন :

 

১. সাউথ ইস্ট জোন : অধ্যাপক নূরুল ইসলাম চৌধুরী, এম.এন.এ.

২. সাউথ ইস্ট জোন : জনাব জহুর আহমদ র্চৌধুরী, এম.পি.এ.

৩. নর্থ ইস্ট জোন : জনাব দেওয়ান ফরিদ গাজী, এম.এন.এ.

৪. নর্থ ইস্ট জোন : জনাব শামসুর রহমান খান

৫. ইস্ট জোন : লেফটেন্যান্ট কর্ণেল এম.এ. রব, এম.এন.এ.

৬. নর্থ জোন : জনাব মতিউর রহমান

৭. ওয়েস্ট জোন : জনাব আজিজুর রহমান

৮. ওয়েস্ট জোন : জনাব আশরাফুল ইসলাম, এম.এন.এ.

৯. সাউথ ওয়েস্ট জোন : জনাব এম. রউফ চৌধুরী, এম.পি.এ.

১০. সাউথ ওয়েস্ট জোন : শ্রী ফণীভূষণ মজুমদার, এম.পি.এ.