You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | করাচীতে ফজলুল কাদের চৌধুরী - সংগ্রামের নোটবুক

৬ অক্টোবর ১৯৭১ঃ করাচীতে ফজলুল কাদের চৌধুরী

পশ্চিম পাকিস্তান সফররত কনভেনশন মুসলিম লীগ সভাপতি ফজলুল কাদের চৌধুরী করাচীতে সাংবাদিকদের বলেন বর্তমান সংকট নিরসনের জন্য দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠার আহবান জানান। কেন্দ্রে জাতীয় সরকার গঠনের লক্ষে একটি সর্বদলীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য তিনি সকল পাকিস্তানপ্রেমী রাজনৈতিক নেতাদের প্রতি আহবান জানান। তিনি সকল কে হুঁশিয়ারি উচ্চারন করে বলেন পাকিস্তান একটি কঠিন অবস্থার মধ্য দিয়া চলছে। পাকিস্তানের উপর ভারতের অব্যাহত শত্রুতা সত্ত্বেও দেশের অভ্যন্তরে কিছু সংখ্যক লোক পাকিস্তানের অস্তিত্ব ক্ষুন্ন করার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন এ উদ্যোগ ইয়াহিয়া খানেরই নেয়া উচিত। তিনি বলেন ভুটটো তাহার পুরাতন বন্ধু এবং করাচীতে তাহাকে পাওয়া গেলে তিনি তার সাথে সাক্ষাৎ করবেন। তিনি জানান দুষ্কৃতিকারী দ্বারা তার ছেলে আহত হওয়ার পর যে সকল নেতা তাহার প্রতি সহানুভুতি প্রকাশ করেন তাদের মধ্যে ভুটটোও আছেন। সম্প্রতি তার পুত্র দুষ্কৃতিকারীদের আক্রমনে আহত হন।