ভারতবাসীর দাবি স্বীকৃত
ভারত সরকার কর্তৃক স্বাধীন বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দান
আগরতলা, ৬ ডিসেম্বর ভারতবর্ষের পঞ্চান্ন কোটি জনতা দীর্ঘ কয়েকমাস যাবত বাংলাদেশের স্ব-স্ব সংগ্রামকে সক্রিয় সমর্থন দানের জন্য ভারত সরকারের নিকট যে দাবি জানিয়ে আসছিলেন, আজ তা ভারতীয় সংসদে স্বীকৃতি দেয়া হয়েছে। আজ সংসদে প্রদত্ত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছেন, বাংলাদেশের জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের পেছনে যে গণসমর্থন রয়েছে তাকে আজ আর বিশ্বজনমত অগ্রাহ্য করতে পারে না।
বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দানের ঘােষণার সাথে সাথে সারা দেশের জনগণ সন্তোষ প্রকাশ করেন। ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। পলিট ব্যুরাের বিবৃতি ভারতের কমিউনিস্ট পার্টি (মা)র পলিট ব্যুরাে এক জরুরি সভায় মিলিত হয়ে ভারত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের সর্বপ্রকার সাহায্য দানের আহ্বান জানিয়েছেন।
সূত্র: দেশের ডাক
১০ ডিসেম্বর, ১৯৭১
২৩ অগ্রহায়ণ, ১৩৭৮