৬ অক্টোবর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তানে বিশ্ব শিশু দিবস উদযাপন
৪ অক্টোবর পাকিস্তান কাউন্সিলে জাতীয় অনুষ্ঠানে বুদ্ধিজীবী প্রাদেশিক শিশু কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন বক্তব্য প্রদান করেন। ইসলামী একাডেমীতে অপর এক অনুষ্ঠানে শাহিন ফৌজের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী আব্বাস আলী খান ইসলামিক একাডেমী হলে শাহীন ফৌজ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি শাহীন ফৌজের কর্মীদেরকে সাচ্চা পাকিস্তানী হিসেবে গড়ে তোলার আহবান জানান।
নোটঃ পাকিস্তান পন্থী বুদ্ধিজীবী শরফুদ্দিন একুশে পদক প্রাপ্ত। শাহিন ফৌজ আলবদর আল শামস রাজাকারের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন।