You dont have javascript enabled! Please enable it!

The Trouble isn’t only the refugees
The Economist | 10th July 1971
(With Bengali Translation) (See Bengali Translation below)
Unicoded and Translated By- G M ALI AJGAR

The Trouble isn’t only the refugees

The Economist [From our India Correspondent]

10th July 1971

Democracy has collapsed in West Bengal for the third time since 1967. The state is back in New Delhi’s lap with the imposition of president’s rule on June 29th. This was preceded by the dissolution of West Bengal’s assembly, elected last March. The militant Marxistg party sees all this as a conspiracy to enable the central government to run the state once again as its “colony”.

The truth is that the indecisive outcome of the March elections foredoomed the assembly. The ramshackle coalition put together by Mrs. Gandhi’s Congress party had a razor thin majority, which could hardly survive the threats by several members to break loose. The choice before the coalition was whether to risk a defeat or to quit. The decision, eventually, was to quit.

West Bengal was rapidly becoming ungovernable even before the influx of refugees from East Pakistan. Now, with more than five million refugees needing help, the administration is really hard pushed. West Bengal parties are demanding that the burden should be eased by dispersing the refugees to other states but so far fewer than 1,00,000 have actually been moved. Apart from the obvious practical difficulties, the refugees are not anxious to move and the other states are not keen to have them. The central government, for its part, believes that dispersing the refugees may weaken international pressure on Pakistan to take back its citizens.

So most of the refugees will remain in West Bengal. Mrs. Gandhi has taken the unprecedented step of assigning a Bengali member of her cabinet, Mr. S.S.Ray, to take over the job of coordinating relations between the state and the central government. His task is partly to handle the refugee problem, partly to nurse sick West Bengal back to health. One of Mr. Ray’s most urgent jobs is to halt the political violence which takes a daily toll of at least six lives. There are constant street brawls among activists of different political parties. The Marxists are the main culprits. But the other parties are willing to aid and abet the Maoists, who regard the Marxists as “neo-revisionists”।

১৯৬৭ সালের পর থেকে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে গণতন্ত্র ভেঙে পড়েছে। ২৯ শে জুন রাষ্ট্রপতির শাসন জারি করার পরে রাজ্যটি নয়াদিল্লির কাছে ফিরে গেছে। এটি গত মার্চ মাসে নির্বাচিত পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে যাওয়ার আগে হয়েছিল। জঙ্গী মার্ক্সিস্ট পার্টি এটিকে আবারও কেন্দ্রীয় সরকারের ‘কলোনী’তে পরিনত করার ষড়যন্ত্র হিসাবে দেখছে।

সত্যটি হ’ল মার্চ নির্বাচনের সিদ্ধান্তহীন ফলাফল বিধানসভাটিকে পূর্বানুমেয় অবস্থায় দাড় করিয়েছিল। মিসেস গান্ধীর কংগ্রেস পার্টির একসাথে র‌্যামশ্যাকল জোটের একটি ক্ষুদ্র সূক্ষ সংখ্যাগরিষ্ঠতা ছিল, যা বেশ কয়েকজন সদস্যের হেরে যাওয়ার হুমকি থেকে বাচিয়েছে। জ়োট হবার আগের পছন্দ ছিল হারের ঝুকি নেওয়া অথবা ছেড়ে দেওয়া। শেষতক, ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত ছিল।

পূর্ব পাকিস্তান থেকে শরনার্থী আসার আগেও পশ্চিমবঙ্গ দ্রুত অচল হয়ে পড়েছিল। এখন, পাঁচ মিলিয়নেরও (৫০ লক্ষের) বেশি শরণার্থীর সাহায্যের প্রয়োজন হওয়ায় প্রশাসন সত্যিই কঠোর চাপে পড়েছে। পশ্চিম বঙ্গের পার্টিগুলি দাবী জানিয়ে আসছে যাতে শরনার্থীদের অন্য প্রদেশে সরিয়ে বোঝাটা একটু কমানো হয়; কিন্তু এখন পর্যন্ত ১ লক্ষেরও কম শরনার্থীদের সরানো হয়েছে। স্পস্টতঃ নিশ্চিত বাস্তব ঝুকি থাকা ছাড়াও , শরনার্থীরা অন্য জায়গায় সরতে উদবিগ্ন নয় এবং অন্যান্য রাজ্যগুলি তাদেরকে নিতেও রাজী নয়। কেন্দ্রীয় সরকার মনে করে যে শরনার্থীদেরকে সরিয়ে নেওয়া হলে, সেটি পাকিস্তানকে তাদের (শরনার্থীদেরকে) ফিরিয়ে নেওয়ার আন্তর্জাতিক চাপকে কমিয়ে দিতে পারে।

সুতরাং, শরনার্থীরা পশিম বঙ্গেই থাকতে থাকবে। মিসেস গান্ধী তার মন্ত্রিসভায় একজন বাঙালি সদস্য জনাব এস.এস.রয় কে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্কের সমন্বয় করার দায়িত্ব দিয়ে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছেন। তাঁর কাজ আংশিকভাবে শরণার্থী সমস্যা পরিচালনা করা, আংশিকভাবে অসুস্থ পশ্চিমবঙ্গকে সুস্থতার দিকে ফিরিয়ে দেওয়া। মিঃ রয়ের প্রাথমিক কাজ হচ্ছে রাজনৈতিক সহংসতা বন্ধ করা যেখানে প্রতিদিন কমপক্ষে ৬জনের জীবন যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে নিয়মিত রাজপথের কোন্দল চলছে। মার্কসবাদীরা হলেন মূল অপরাধী। তবে অন্যান্য দলগুলি মাওবাদীদের সহায়তা ও সহায়তা করতে প্রস্তুত, যারা মার্কসবাদীদের “নব্য-সংশোধনবাদী” হিসাবে বিবেচনা করে।

Translated By G M Ali Ajgar

Main file

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!