You dont have javascript enabled! Please enable it! মুক্তিযোেদ্ধা কর্মকর্তাদের তালিকা প্রণয়নে ব্যর্থতায় সংস্থাপন মন্ত্রণালয়ের হতাশা - সংগ্রামের নোটবুক

মুক্তিযোেদ্ধা কর্মকর্তাদের তালিকা প্রণয়নে ব্যর্থতায় সংস্থাপন মন্ত্রণালয়ের হতাশা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

উদ্বৃত্ত কর্মচারী শাখা

নম্বর- এমই (এসপি)-৯২/৮৩-২৯৭(২৫০) তারিখ: ৮-২-৯৫ বাং, ২২-৫-৮৮ ইং

বিষয় : প্রকৃত মুক্তিযােদ্ধা কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন

১। উপরােক্ত বিষয়ে নিম্নস্বাক্ষরকারী আদিষ্ট হইয়া জানাইতেছে যে, বাংলাদেশের প্রকৃত মুক্তিযােদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতিকে সভাপতি করিয়া একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠিত হইয়াছে। এই কমিটি বহু পূর্বেই তালিকা প্রস্তুতির কার্যক্রম গ্রহণ করিয়াছে। ১৯৭২/৭৩ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক গৃহীত সুপিরিয়র সার্ভিসেস পরীক্ষায় (মৌখিক) মুক্তিযোেদ্ধা কোটায় অংশগ্রহণকারী মনােনীত ও বিসিএস (প্রশাসন) ও বিসিএস (সচিবালয়) ক্যাডারসহ অন্যান্য ক্যাডারে চাকুরিরত ১৩১৪ জন মুক্তিযােদ্ধা কর্মকর্তার নাম, পিতার নামসহ বিস্তরিত ঠিকানা সম্বলিত একটি পূর্ণাঙ্গ তালিকা সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক উক্ত জাতীয় কমিটিতে প্রেরণ করিতে হইবে। এই উদ্দেশ্যে ১৯৮১ সন হইতে আজ পর্যন্ত সেই তালিকা সংগ্রহের জন্য তাঁহার দপ্তরসহ সকলের নিকট বিভিন্ন সময় পত্র প্রেরণ করা হয়। ১৯৮৬ সনের ১৩ অক্টোবর সংস্থাপন সচিবের তরফ হইতে তাহার বরাবরে একটি আধাসরকারি পত্র প্রেরিত হয়। সর্বশেষ পত্রটি প্রেরণ করা হইয়াছিল ১৭-১১-১৯৮৬ তারিখে। কিন্তু খুব কমসংখ্যক স্থান হইতে পূর্ণাঙ্গ তালিকা পাওয়া গিয়াছে। অধিকাংশ দফতর হইতে তালিকা প্রেরিত হয় নাই এবং যাহা প্রেরিত হইয়াছে তাহা ক্রটিপূর্ণ। ফলে ১৩১৪ জন মুক্তিযােদ্ধা কর্মকর্তাদের বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩৭৮ জন, বিসিএস (সচিবালয়) ক্যাডারে ৪২ জন, বাকি ৮৯৪ জন আইএমএসসহ অন্যান্য ক্যাডারের পূর্ণাঙ্গ । তালিকা প্রস্তুত করিয়া তাহা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় কমিটিতে প্রেরণ করা এখনও সম্ভব হয় নাই। ফলে জাতীয় পর্যায়ে প্রকৃত মুক্তিযােদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন অস্বাভাবিকভাবে ব্যাহত হইতেছে।

২। বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে আর বিলম্ব না করিয়া তাহার দপ্তর বা ঐ দপ্তরের অধীনস্থ সকল অফিসে (দপ্তর, পরিদপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে উপজেলা পরিষদ (অফিস) ১৯৭২/৭৩ সনের বিসিএস মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ও মনােনীত হইয়া বিভিন্ন ক্যাডারভুক্ত মুক্তিযােদ্ধা কর্মকর্তা কর্মরত থাকিলে অথবা পূর্বে কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে (অবসর, পদত্যাগ, মৃত্যু, চাকুরিচ্যুতি ইত্যাদি) কর্মরত নাই তাহার পূর্ণ তথ্য এতদসঙ্গে প্রেরিত ছক পূরণের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট

Page 585

উপ-সচিব ও প্রকৃত মুক্তিযােদ্ধা তালিকা প্রণয়ন জাতীয় কমিটির সদস্য-সচিব জনাব সারােয়ার-ই-আলম (ফোন: ২৩৮৪২৭) এর নিকট প্রেরণ করিয়া ঐ তালিকার এক প্রস্থ অনুলিপি নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রেরণ করিতে তাহাকে বিশেষভাবে অনুরােধ করা যাইতেছে। যদি এমন কোন মুক্তিযােদ্ধা কর্মকর্তা তাঁহার দপ্তর বা অধীনস্ত অফিসে কর্মরত থাকেন (অথবা পূর্বে চাকুরিতে ছিলেন না) তাহা হইলে একটি শূন্য প্রতিবেদন পাঠানাে যাইতে পারে।

৩। বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ এবং অতি জরুরি।

স্বা:/

সংযুক্ত: একটি ছক

(কাজী খলিলুর রহমান)

 উপসচিব

ফোন: ২৪১৮৩০, ২৪৬৫

বিতরণ:-

১। সচিব (সকল) মন্ত্রণালয়/বিভাগ।

২। জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ জেলা।

[হুবহু সংযুক্ত]

Source: মুজিব বাহিনী থেকে গন বাহিনী ইতিহাসের পুনর্পাঠ – আলতাফ পারভেজ