মুক্তিযােদ্ধাদের কেবল মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশাসনের উচ্চতর পদে নিয়ােগের লক্ষ্যে পিএসসির বিজ্ঞাপন
বাংলাদেশ পাবলিক সার্ভিস (১ম) কমিশন
নম্বর-৪, তারিখ ২৩ শে জুন, ১৯৭২ ইং
মুক্তিযােদ্ধাদের মধ্য হইতে ৩৫০টি শিক্ষানবীশ অফিসারের পদ পূরণের জন্য প্রতিযােগিতামূলক উর্ধ্বতন কর্মচারী নিয়ােগ (বিশেষ) পরীক্ষা (Special Superior Service Competitive Examination) অনুষ্ঠিত হইবে, তাহার জন্য মুক্তিযােদ্ধাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাইতেছে ।
এই পরীক্ষা মৌখিক পদ্ধতিতে গৃহীত হইবে এবং প্রয়ােজন হইলে পরীক্ষা কার্যে মনস্তত্ত্ববিদের সাহায্য গ্রহণ করা হইবে।
প্রার্থীদের নিম্নতম যােগ্যতা:
১। বাংলাদেশের বা অন্য কোন দেশের অনুমােদিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক উপাধি।
২। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ। (ইহার নিদর্শনস্বরূপ বাংলাদেশ সরকারের সশস্ত্র বাহিনীর অধিনায়ক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নিকট হইতে সার্টিফিকেট অবশ্যই দাখিল করিতে হইবে।)
৩। বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা। বয়সসীমা ১ লা জুন, ১৯৭২ তারিখে ২১ হইতে ৩৫ বৎসর।
প্রার্থীদিগকে কমিশনের নিকট নির্দিষ্ট ফরমে দরখাস্তের ফিস বাবদ XXXI Misc. Application Fee for Special Superior Service Examination প্রদত্ত ৫ (পাঁচ) টাকার চালানসহ দরখাস্ত করিতে হইবে।
দরখাস্তের ফরম কমিশনের অফিস হইতে ডাকযােগে পাইতে হইলে শিরােনামা লিখিত এক টাকা বিশ পয়সার ডাকটিকিট যুক্ত বড় লেফাফা পাঠাইতে হইবে। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ ২৫ শে জুলাই, ১৯৭২।
মৌখিক পরীক্ষার পর শিক্ষানবীশ হিসেবে নির্বাচিত হইলে প্রার্থীকে ১২ সপ্তাহকাল প্রশিক্ষণ গ্রহণ করিতে হইবে। প্রশিক্ষণকালে তাঁহাকে মাসিক ৩০০ (তিনশত) টাকা ভাতা এবং পােশাকের জন্য এককালীন ২৫০ (দুই শত পঞ্চাশ) টাকা দেওয়া হইবে।
প্রশিক্ষণকাল শেষ হইলে আরেকটি লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হইবে। এই পরীক্ষায় পাঠক্রম যথাসময়ে শিক্ষানবীশদিগকে জানানাে হইবে। শিক্ষানবীশদের মধ্যে যাঁহারা এই পরীক্ষায় কৃতকার্য হইবেন তাহাদিগকে স্ব স্ব উপযুক্ততা অনুসারে বিভিন্ন পদে নিয়ােগ করা হইবে। এইভাবে কোন কোন পদ পূরণ করা হইবে তাহা তখনই স্থির করা হইবে।
সানােয়ার হােসেন খান
সচিব
Source: মুজিব বাহিনী থেকে গন বাহিনী ইতিহাসের পুনর্পাঠ – আলতাফ পারভেজ