You dont have javascript enabled! Please enable it! 1975.08.15 | ১৯৭৫-এর আগস্টের পর সীমান্তে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার ও নিহত যােদ্ধাদের তালিকা - সংগ্রামের নোটবুক

১৯৭৫-এর আগস্টের পর সীমান্তে বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন বাহিনীর কমান্ডার ও নিহত যােদ্ধাদের তালিকা

ক.

অধিনায়কের পরবর্তী স্তরে নিম্নোক্ত ব্যক্তিরা ছিলেন

উপরােক্ত বাহিনীর কমান্ডার’:

সুনীল কুমার গুহ, ফারুক আহমেদ, আ হ সেলিম তালুকদার, সৈয়দ নূরুল ইসলাম, আরিফ আহমেদ দুলাল, কবিরুল ইসলাম বেগ, সাইদুর রহমান মহারাজ, খােরশেদ আলম, মাহবুব আহমেদ, আলী হােসেন, মীর দেলােয়ার, আবদুল বাতেন, জয়নাল আবেদীন, বিজন সাহা, নাসিম ওসমান, অলােক দত্ত, দীপংকর তালুকদার, মােহাম্মদ আবদুল্লাহ, পংকজ আজিম, আবদুল হক, জীতেন ভৌমিক, বাবুল হক, লুঙ্কর রহমান, মােহাম্মদ আমান উল্লাহ, তমছের আলী, আলবার্ট ম্রং, গাজী লুত্যর, সুকুমার সরকার, হাসেমী মাসুদ জামিল, জগলুল পাশা, বিজন সরকার, আবদুল হালিম, এম এ মান্নান, আবদুর রব, সুলতান মুহাম্মদ, এম এ জলিল ও প্রবােধ দিও।৬৭৮

খ.

নিহত যােদ্ধাদের তালিকা

(ঢাকাভিত্তিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ২০১৩ সালের ১৫ আগস্ট নিম্নোক্ত নামের তালিকা প্রকাশ করে। পত্রিকাটির মতে, এই তালিকাটি অসম্পূর্ণ। আরও অনেক যােদ্ধা ১৯৭৫-এর সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সালের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ সরকারের বিভিন্ন বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। অন্তর্কলহেও অনেকে মারা গেছে। লক্ষ্যণীয়, নিহতদের মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও আদিবাসী গারাে সম্প্রদায়ের সদস্য সংখ্যা উল্লেখযােগ্য। কাদের সিদ্দিকী আলােচ্য বাহিনীর নাম দিয়েছিলেন জাতীয় মুক্তিবাহিনী’।]

……………………………………………..

৬৭৮) এ বিষয়ে আরও ধারণার জন্য নিম্নোক্ত লেখাগুলাে দেখা যেতে পারে:

[ক] http://ns.bdnews24.com/details.php?id=147425&cid=35 [২০-০৮-২০১৩];

[খ] http://dnewsbd.com/single.php?id=41284; [২৯-১০-২০১৩)।

গ) http://www.bostonbanglanews.com/index.php?option=com_content&view=article&id=25723:2

013-08-15-01-48-02&catid=86:2011-03-28-17-55-11&Itemid=70 [২০-০৮-২০১৩];

[ঘ] http://www.somewhereinblog.net/blog/Shahnawaz/29770077 [২০-০৮-২০১৩]

Page 579

১. (বগুড়া) আবদুল খালেক খসরু, নজিবুর রহমান নীহার;

২. (গাইবান্ধা) ইবনে সাউদ, রেজাউল করিম, মিজানুল হক মুকুল, মােহাম্মদ  আলী, আবদুর রাজ্জাক, আলী আযম আলমগীর, মাে. বাবুল, মাে. সােলায়মান, আবদুর রহিম আজাদ;

৩. (কুড়িগ্রাম) রেজাউল করিম, নুরুল ইসলাম, নুরুল আমিন;

৪. (নেত্রকোণা) আবদুল খালেক, রাধারমণ রায় ঝন্টু, বামুন সরকার, রজব আলী, আবুল কাশেম, হামিদুল ইসলাম, ফজর আলী, শান্তি বিকাশ সাহা পন্টু, আবদুল হেকিম, মুসলিম উদ্দিন তালুকদার, সুব্রত, হেনরি সাংমা, পংকজ আজিম;

৫. (টাঙ্গাইল) সাখাওয়াত হােসেন মান্নান, সৈয়দ নুরুল ইসলাম;

৬. (চট্টগ্রাম) মৌলভী সৈয়দ আহমেদ;

৭. (কুমিল্লা) সুশীল ভৌমিক বেলু;

৮. (সুনামগঞ্জ) নিরানন্দ দাশ, মতিলাল দাশ, আখলমন মাঝি, বলরাম সরকার;

৯. (শেরপুর) বিপ্লব কুমার দে দুলাল, দুলাল মিয়া, মনােরঞ্জন সরকার, হাবিবুর রহমান, বীরেন্দ্র চন্দ্র পাল, কছর আলী, আলী হােসেন, শওকত আলী, মােতালেব, বীরেন্দ্র চন্দ্র শীল, রুস্তম আলী, মােজাম্মেল হক, রঞ্জিত সাংমা, অনন্ত বর্মণ, জয়েশ্বর বর্মণ, সপ্রশ্ন সাংমা, কাশেম সাংমা, নিরঞ্জম সাংমা, পিটারসন সাংমা, প্রাণবল্লভ বর্মণ, প্রটিন দিও, শ্রীদাম রিছিল, চিত্তরঞ্জন ডালু, ম্রাট সাংমা;

১০. (জামালপুর) নজরুল ইসলাম, আলতাফুর রহমান;

১১. (ময়মনসিংহ) আবদুল হামিদ, আবদুল আজিজ, সুশীল চন্দ্র দত্ত, রঞ্জিত কুমার, এস, মজিবুর রহমান খান, সুবােধ চন্দ্র ধর, আলকাস উদ্দিন সরকার, দীপাল চন্দ্র দাশ, জোবেদ আলী, সিরাজুল ইসলাম, ফনেস সাংমা, তপন সাম্বুগং, আলিসন মারাক, গােবিনিক মারাক, সুদর্শন মানকিন, হারু সাংমা, হযরত সাংমা, জবনীশ তেলসী, অগাস্টিন চিছিম, সুধীন কুবি, ডমিনিক চাম্বুগং।

Source: মুজিব বাহিনী থেকে গন বাহিনী ইতিহাসের পুনর্পাঠ – আলতাফ পারভেজ