You dont have javascript enabled! Please enable it!
শরনার্থীদের নিয়েও জামাতের মিথ্যাচার
একাত্তরের ৩০ জুলাই তারিখের সংগ্রাম পত্রিকায় লিখেছে, “আগরতলায় মুসলমান উদ্বাস্তুদের ট্রেনিং গ্রহণ না করলে অভুক্ত রাখা হচ্ছে। সামরিক ট্রেনিং এর নামে মুসলমানরা কঠোর পরিশ্রম করতে রাজী না হওয়া পর্যন্ত ভারতীয় কর্তৃপক্ষ তাদের খেতে দিচ্ছেন না।” – এটা যে মিথ্যা তা এখনো প্রমাণ করা সম্ভব। তা না হলে আমাদের যেসব মুক্তিযোদ্ধারা মুসলমান তাদের কি তাহলে জোর করে ট্রেনিং করানো হয়েছে? তারা কি যুদ্ধ করতে চায়নি? তাদের কি ভারতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছিলো?
মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন। এটা মিথ্যা প্রমাণ করতে তাদের জিজ্ঞেস করারও দরকার আছে বলে মনে হয়না।
Reference:
দৈনিক সংগ্রাম, ৩০ জুলাই ১৯৭১, পৃষ্ঠা ১, কলাম ২-৭
সংগ্রামের নোটবুক