You dont have javascript enabled! Please enable it! 1971.07.30 | বাংলাদেশ সরকারকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে- ভারতের কমিউনিস্ট পার্টি (মা.)-র পলিটব্যুরাের দাবি | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ সরকারকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে
ভারতের কমিউনিস্ট পার্টি (মা.)-র পলিটব্যুরাের দাবি

নয়াদিল্লী, ২৪ জুলাই- মাকর্সবাদী কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরাের অধিবেশন শুক্রবার থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজ অধিবেশনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলােচনা হয়। অধিবেশনে গৃহীত এক প্রস্তাবে অবিলম্বে স্বাধীন বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দানসহ অস্ত্রশস্ত্র দেবার দাবি জানানাে হয়েছে ভারত সরকারের কাছে।
অধিবেশনে গৃহীত এই প্রস্তাবটি আজ পার্টির সাধারণ সম্পাদক পি সুরাইয়া সাংবাদিকদের কাছে প্রকাশ করেন। প্রস্তাবে বলা হয়েছে, আমাদের পার্টি চায় ইয়াহিয়ার জঙ্গি সামরিক শাসনের বিরুদ্ধে লড়বার জন্য ভারত অস্থায়ী বাংলাদেশ সরকারকে আরাে সক্রিয় সমর্থন দিক। প্রস্তাব ব্যাখ্যা করে সুরাইয়া বলেন, যদিও ভারত সরকার এই স্বীকৃতির প্রশ্নে ইতস্তত করছে এই বলে যে, এটা পাকিস্তানের সাথে যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে অন্য। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে না যে, ভারত সরকার অস্থায়ী সরকারকে স্বীকার করুক।
পলিট ব্যুরাের প্রস্তাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আমেরিকা এবং অন্যান্য সাম্রাজ্যবাদী দেশগুলাের অভিসন্ধি সম্পর্কে সজাগ থাকবার জন্য ভারত এবং বাংলাদেশের জনসাধারণকে সতর্ক করে দেয়া হয়েছে।
প্রস্তাবে বাংলাদেশ প্রশ্নে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের জিগির সম্পর্কে হুঁশিয়ার করে দেয়া হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মতাে সাম্রাজ্যবাদী শক্তিগুলাের কাছে নতি স্বীকারের নীতি ভারতকে পরিত্যাগ করতে হবে। চীনের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় ভারত সরকারকে উদ্যোগী হবার আহ্বান জানানাে হয়েছে।

সূত্র: দেশের ডাক
৩০ জুলাই, ১৯৭১
১৩ শ্রাবণ, ১৩৭৮