৪ অক্টোবর ১৯৭১ঃ জামাতের মজলিসে শুরার অধিবেশনের দ্বিতীয় দিন
জামাতের মজলিসে শুরার দ্বিতীয় দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন গোলাম আজম। সভায় জামাতের জেলা প্রতিনিধিরা তাদের নিজ নিজ জেলার কর্মতৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতার কারনে যোগাযোগ ব্যাবস্থা খারাপ হওয়ায় দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। প্রদেশে মুক্তিফৌজের নাম ব্যাবহার করে ভারতীয় সেনাবাহিনীর হামলার নিন্দা করা হয়। ফেনী মহকুমা জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে জেলা জামাত সেক্রেটারি মকবুল আহমদ। অধ্যাপক মুশফিকুর রহমান এ সভায় কর্মীদের সামনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সভায় ইউনিয়ন গুলোতে দলীয় কর্মীদের দুষ্কৃতকারী দমনের দায়িত্ব দেয়া হয়।