৪ অক্টোবর ১৯৭১ঃ শরণার্থীদের জন্য সদরুদ্দিন আগা খানের সাহায্যের আবেদন
জাতিসংঘের উদ্ভাস্ত বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান জেনেভায় জাতিসংঘ উদ্ভাস্ত কর্মসূচীর কার্যনির্বাহক কমিটির সভায় বলেন ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় গ্রহণকারী পূর্ব পাকিস্তানীদের নির্মম মানবিক সমস্যার মোকাবেলায় আরও অর্থের প্রয়োজন। কমিটির ৩১টি দেশের প্রতিনিধি সভায় অংশ নেন। যদিও এই বিষয় বিশ্ববাসীর সাড়া নজিরবিহীন তাহা সত্ত্বেও বলতে হয় সাহায্য আরও প্রয়োজন। বিশ্ব সমাজ এই পর্যন্ত যে সাহায্য দিয়েছে তার পরিমান ১১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার। তিনি বলেন পরিস্থিতি এখনও অনেক গুরুতর। বিশ্ব সমাজ এর পক্ষ হইতে আরও অধিক প্রচেষ্টা চালানো এবং মহাভুবনতা প্রকাশ আবশ্যক। সাম্প্রতিক বন্যায় শিবির গুলি অনেক ক্ষতিগ্রস্ত। যোগাযোগ ব্যাবস্থারও অনেক ক্ষতি হইয়াছে।