You dont have javascript enabled! Please enable it!
১৯৫৬ সালের ৮ জানুয়ারি করাচীতে বঙ্গবন্ধুর ভাষণটি পাঠকের জন্য অডিও করে দিয়েছেন কণ্ঠযোদ্ধা Tahia Tabassum Trena.
অডিও আকারে ওয়েবসাইটে দেয়া হল। পূর্নাঙ্গ টেক্সটও যুক্ত হয়েছে। ভিডিও আকারে ইউটিউবে দেয়া হয়েছে। আপনি যেখানেই থাকুন খুব সহজেই ভাষণটি শুনতে পারেন। ধীরে ধীরে সংগ্রামের নোটবুক বঙ্গবন্ধুর প্রায় চারশত ভাষণ পাঠকের কাছে সহজভাবে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
অডিও শুনুন –

Full text

শাসনতন্ত্র বিলের সমালোচনা

৮ জানুয়ারি ১৯৫৬

গণপরিষদ, করাচী

 

আওয়ামী লীগ শাসনতন্ত্র বিলটি সম্পর্কে শীঘ্রই ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করিবে। গণতন্ত্রকামী ব্যক্তি মাত্রেই খসড়া বিল দেখিয়া মর্মাহত হইবেন। এই বিলে জনমতকে যেভাবে উপেক্ষা করা হইয়াছে, তাহা প্রকৃতই অভূতপূর্ব। কাজেই পাকিস্তানের বিশেষত পূর্ব পাকিস্তানের জনসাধারণ কোনক্রমেই বিলটিকে গ্রহণ করিবে না। কারণ উহাতে ২১ দফার কোন দাবীই পূরণ করা হয় নাই।

এই বিলে আঞ্চলিক স্বায়ত্ত্বশাসন, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দান, যুক্ত নির্বাচন ও সর্ব বিষয়ে সর্ব বিষয়ে তা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিই বিশেষ ভাবে খেলাফ করা হইয়াছে। পাকিস্তানের বিশেষত পূর্ব পাকিস্তানের জনগণ এই অগণতান্ত্রিক ও অবাস্তব বিলের রচনাকারী বিশেষত যুক্তফ্রন্টের তথাকথিত নির্লজ্জ ওয়াদাখেলাফকারীদের কখনোই ক্ষমা করিবে না। আমরা শীঘ্রই এসম্পর্কে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারন করিব।

 

 

 

Reference:

দৈনিক আজাদ, ৯ জানুয়ারি, ১৯৫৬

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!