You dont have javascript enabled! Please enable it!
১৯৫৪ সালের ২৭ মার্চ পল্টনে বঙ্গবন্ধুর ভাষণটি পাঠকের জন্য অডিও করে দিয়েছেন কণ্ঠযোদ্ধা Tahia Tabassum Trena.
অডিও আকারে ওয়েবসাইটে দেয়া হল। পূর্নাঙ্গ টেক্সটও যুক্ত হয়েছে। ভিডিও আকারে ইউটিউবে দেয়া হয়েছে। আপনি যেখানেই থাকুন খুব সহজেই ভাষণটি শুনতে পারেন। ধীরে ধীরে সংগ্রামের নোটবুক বঙ্গবন্ধুর প্রায় চারশত ভাষণ পাঠকের কাছে সহজভাবে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।
অডিও শুনুন –
Full text

নির্বাচনে জয়লাভের পর পল্টন ময়দানে ভাষণ

২৭ মার্চ ১৯৫৪

পল্টন, ঢাকা।

নূতন মন্ত্রীসভায় প্রথম কাজ হইবে অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তি দেওয়া। গণপরিষদের সদস্যগণ বর্তমানে নিজেদের আর গনপ্রতিনিধি বলিয়া দাবী করিতে পারিবেন না। তাঁহাদের এবং কেন্দ্রীয় মন্ত্রীসভার উচিৎ অবিলম্বে পদত্যাগ করা। যদি স্বেচ্ছায় তাহারা পদত্যাগ না করেন তবে দেশবাসী তাহাদিগকে পদত্যাগ করিতে বাধ্য করিবে।

পূর্ব পাকিস্তানের ভূতপূর্ব মন্ত্রীসভার সদস্যদের মন্ত্রী হওয়ার পূর্বের এবং বর্তমানের সম্পত্তি সম্পর্কে তদন্ত করা হইবে এবং যদি প্রমাণ হয় যে, তাঁহার বেআইনিভাবে কোন সম্পত্তির মালিক হইয়াছেন, তবে সেসকল সম্পত্তি বাজেয়াফত করা হইবে।

Reference:

দৈনিক আজাদ, ২৮ মার্চ ১৯৫৪

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!