You dont have javascript enabled! Please enable it! 1971.10.03 | কুমিল্লায় মার্কিন কংগ্রেস সদস্য পিটার ফ্রেলিংগুসেন - সংগ্রামের নোটবুক

৩ অক্টোবর ১৯৭১ঃ কুমিল্লায় মার্কিন কংগ্রেস সদস্য পিটার ফ্রেলিংগুসেন

সফররত মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য পিটার ফ্রেলিংগুসেন কুমিল্লা সফর করেন। কুমিল্লার অভ্যর্থনা কেন্দ্রে প্রত্যাবর্তনকারীদের প্রতি প্রদত্ত সুযোগ সুবিধা এবং প্রদেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কলকাতা রওয়ানা হওয়ার প্রাক্কালে সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন সীমান্তে জাতিসংঘ পর্যবেক্ষক নিয়োগ করলে এ এলাকায় শান্তি বজায়, উত্তেজনা হ্রাস ও শরণার্থী প্রত্যাবাসন অনেক সহজ হবে। তিনি এ বিষয়ে ভারত সরকারকে বুঝাতে চেষ্টা করবেন। এর আগে তিনি ঢাকায় পৌঁছে প্রাদেশিক মুখ্য সচিব, প্রাদেশিক শিল্পমন্ত্রী আখতার উদ্দিন ও গভর্নর এ এম মালিকের সাথে সাক্ষাৎ করেন। তার সাথে সফর করছেন অপর মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য চেষ্টার চাপমেন।