You dont have javascript enabled! Please enable it! 1971.04.22 | চড়থাপ্পড় | মুক্তিযোদ্ধাদের ট্রেনিং (ভিডিও) - সংগ্রামের নোটবুক

চড়থাপ্পড়ঃ
আপনার সময় দেড় মাস। এই সময়েই শিখতে হবে পৃথিবীর অন্যতম সামরিক শক্তিধর পাকিস্তান আর্মিকে মারার। পারবেন? সেই সাথে আমেরিকা চীনের সমর্থন কিন্তু তাদের দিকে। পারবেন? চড় থাপ্পড় স্কুলে থাকতে অনেক খেয়েছি। দেশের জন্য ট্রেনিং নিতে গিয়ে যোদ্ধারাও চড় থাপ্পড় খেয়েছে। খালি পেটে যুদ্ধ করেছে একদিন-দুইতিন-তিনদিন-সাতদিন। তবে যোদ্ধার ভাগ্য ফেরেনি। এখনো মুক্তিযোদ্ধারা সন্মান পাবার পরিবর্তে অকৃতজ্ঞ বাঙালির কাছে চড়থাপ্পড় খেয়ে যাচ্ছে।
Imagine you are given one and a half months of time to learn battle. And you have to win against the deadliest Pakistan Army! Can you do that? Imagine, the enemies are backed by America and China. Can you win? Freedom fighters suffered a lot while taking the training as well as in battle fields against the unknown number of enemy-heads and ammunitions. Yet, their sufferings are not paid. Still the ungrateful people of Bangladesh slap the heroes whenever they get the optimum chance.

Video from Associated Press, 22nd April, 1971