২ অক্টোবর ১৯৭১ঃ মজলিশে শুরা জামাতে ইসলামী
জামাতের মজলিশে শুরার তিন দিনব্যাপী বৈঠক এদিন থেকে শুরু হয়। বৈঠকে গোলাম আযম উদ্বোধনী ভাষণে বলেন, ‘নিজেকে, দেশকে ও আদর্শকে রক্ষা করা এসবের একই অর্থ। পাকিস্তান রক্ষার্থে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের দ্বীনের দাবি।’’ বৈঠকে যোগদানকারী অন্যান্য জামাত নেতাদের মধ্যে ছিল মাওলানা আব্দুর রহিম, মাওলানা আব্বাস আলী খান, একেএম ইউসুফসহ অনেকে। গোলাম আযম জামাত কর্মীদের সতর্ক করে বলেছিল, ‘দুশমনদের আক্রোশ সবচাইতে জামাতের উপর বেশি। তাই আমাদেরকেই শত্রুদের দমনের ব্যাপারে অগ্রণী ভূমিকা নিতে হবে।’
জামাতের মজলিশে শুরা তাদের প্রথম দিনের বৈঠক শেষে জানায় ইয়াহিয়া প্রস্তাবিত সংবিধানে লিগ্যাল ফ্রেম ওয়ার্ক মেনেই ৭টি বিষয় পুরন করতে হবে। এগুলি হইল
১) কোরান ও সুন্নাহ ভিত্তিক হবে
২) ফেডারেল এবং পার্লামেন্টারি সরকার হবে
৩) হিন্দুদের জন্য পৃথক নির্বাচন
৪) পিডিএম এর ৮ দফা এর আলোকে স্বায়ত্তশাসন
৫) দুই অংশে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
৬) কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে বৈষম্য কমানো
৭) মৌলিক অধিকার সংরক্ষন