You dont have javascript enabled! Please enable it!

২ অক্টোবর ১৯৭১ঃ খুলনায় গভর্নর মালিক

খুলনায় কোর্ট প্রাঙ্গনে গভর্নর মালিক বিভিন্ন স্তরের নাগরিক সমাবেশে বলেন খাটি পাকিস্তানীদের মধ্যে যারা সীমান্ত অতিক্রম করে ওপারে গিয়েছেন তাহারা ফিরে আসলে তাহাদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। তিনি সকলকে উদ্দেশ্য করে বলেন আসুন আমরা আর অতীতকে নিয়া ঘাটাঘাটি করব না এবং আমরা এমন কিছু করব না যাতে শত্রুর সুবিধা হয়। পরে তিনি স্থানীয় জেলা স্কুল ময়দানে সামরিক-বেসামরিক কর্মকর্তা রাজাকার সমাবেশে বক্তব্য দেন। তিনি রাজাকারদের সততা নিষ্ঠা ও চরিত্রের দ্বারা জনগনের স্নেহ ভালবাসা অর্জন করার আহবান জানান। তিনি রাজাকারদের বিগত কার্যক্রমের প্রশংসা করে আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও জনগনের নিরাপত্তা বিধানে ত্যাগের মনোভাব নিয়ে তাদের সেবা অব্যাহত রাখার উপদেশ দেন। তিনি বলেন, ‘দুষ্কৃতকারীরা আমাদের আত্মীয়স্বজন হলেও তারা বর্তমানে আমাদের শত্রু। কাজেই তাদের ক্ষমা করা যাবে না।