৩০ সেপ্টেম্বর ১৯৭১ঃ পূর্ব পাকিস্তান সমস্যা সমাধানে আসগর খানের মতামত
ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাংবাদিক সম্মেলনে তাহরিকে ইশতেকলাল প্রধান এয়ার মার্শাল (অব:) আসগর খান বলেন, আওয়ামী লীগের নির্বাচিত এমএনএ ও এমপিএদের অবস্থা যাই হোক আর যেখানেই তারা থাকুন সাধারণ ক্ষমাকে সম্প্রসারিত করে তাদের সবাইকে ক্ষমা এবং স্বপদে পুনর্বহাল করা উচিত। তিনি বলেন, যারা নির্বাচনে জয়লাভ করেছেন, তাদের ক্ষমতায় আসা উচিত। তার এই প্রস্তাব গ্রহন করিলে প্রদেশে মৃত্যু জনিত কারন ছাড়া উপনির্বাচনের প্রয়োজন হবে না। তিনি বলেন স্বেচ্ছাসেবী (রাজাকার) ও শান্তি কমিটি গুলো মফস্বলে খুব অত্যাচার করছে। তিনি বলেন পরাজিত দলের সদস্যদের মন্ত্রী করা সঠিক হয়নি। তিনি বলেন জাতিসংঘের প্রতিনিধিদলের সদস্য হিসেবে আওয়ামী লীগের বহাল সদস্যদের থেকে এদের মনোনয়ন দেয়া উচিত ছিল।