২৯ সেপ্টেম্বর ১৯৭১ঃ শেখ মুজিবের পিতা মাতার পাশে আসগর খান
গন ঐক্য ফ্রন্ট ও তেহরিক ই ইশ্তেকলাল নেতা এয়ার মার্শাল আসগর খান দলের সাধারন সম্পাদক মোখলেসুজ্জামানকে সাথে নিয়ে পিজি হাসপাতালে চিকিৎসাধীন শেখ মুজিবের পিতা মাতাকে দেখতে সেখানে যান। বেগম মুজিব হাসপাতালে আসগর খানকে শুভেচ্ছা জানান। তিনি সেখানে ২০ মিনিট অবস্থান করেন এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন। আসগর খান সেখানে উপস্থিত ৭ বছর বয়সী মুজিব পুত্র রাসেলকে আদর করেন। মুজিব পিতা আসগর খানকে তাহার পুত্রের সাথে সাক্ষাতের সুযোগ করিয়া দেয়ার অনুরোধ করেন। মুজিব মাতা ব্রঙ্কাইটিস ও হাঁপানি রোগে এবং পিতা আলসার, রক্তশূন্যতা, চক্ষু রোগে আক্রান্ত। তাদের দেখতে এটি কোন রাজনৈতিক নেতার হাসপাতালে প্রথম ও শেষ সাক্ষাৎ।