২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধির উপর নিষেধাজ্ঞা প্রার্থনা
পাকিস্তান সরকার জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিনিধি এম. আর. সিদ্দিকীর জাতিসংঘের অঙ্গনে প্রবেশ নিষিদ্ধ করার জন্যে মহাসচিব উ‘থান্টের কাছে আবেদন জানায়। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগাশাহী আজ জাতিসংঘ মহাসচিব উথানট বরাবর একটি পত্র দিয়াছেন। আগা শাহী বলেন এমআর সিদ্দিকি যিনি নিজেকে বাংলাদেশ দলনেতা বলে পরিচয় দিচ্ছেন তার বিরুদ্ধে গনহত্যার অভিযোগ রয়েছে। তিনি হাইপোডারমিক সিরিজ দ্বারা ১২০০০ বিহারীদের রক্ত নিয়ে হত্যার অভিযোগ আছে। তিনি চট্টগ্রাম সংগ্রাম পরিষদ আহ্বায়ক ছিলেন। একই সাথে যুক্তরাষ্ট্র থেকে তাকে বহিস্কারের জন্য যুক্তরাষ্ট্র সরকারকেও অনুরোধ জানান। গত ২৪ সেপ্টেম্বর সিদ্দিকি এবং সহযোগীরা সাধারন পরিষদ উত্তর লাউঞ্জে পাকিস্তান বিরোধী প্রচারপত্র বিলি করেন। জনাব সিদ্দিকির বিরুদ্ধে পাকিস্তানে মামলা আছে তিনি সেখান থেকে পালিয়ে এসেছেন।