২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ আখতার সোলায়মান এর লন্ডন সফরের ফলাফল প্রেসিডেন্ট এর নিকট প্রকাশ করবেন।
সোহরাওয়ারদি কন্যা আখতার সোলায়মান লন্ডনে বলেছেন যে ব্রিটেনে তাহার আড়াই মাস ব্যাপী সফরের অভিজ্ঞতা সম্পর্কে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের নিকট রিপোর্ট পেশ করিবেন। ব্রিটেনে তিনি লন্ডন সাউদাম্পটন, ওয়েলস, কনভেন্ট্রি, ব্রাডফরড, গ্লাসগো, লুটন, ম্যানচেস্টার সফর করেন এবং সেখানে শত শত পূর্ব পাকিস্তানী এবং পশ্চিম পাকিস্তানীদের সাথে কথা বলেন। এ ছাড়া তিনি অনেক ব্রিটিশ নেতৃবর্গের সাথেও সাক্ষাৎ করেন। তার কার্যক্রমের ফলে ব্রিটেনে পাকিস্তান বিরোধী প্রচারনায় বাধা সৃষ্টি হইয়াছে।