২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ ১০ নৌ কমান্ডো হত্যা
পাকিস্তান নৌবাহিনী অনুপ্রবেশকারী ১০ জন বিদ্রোহী নৌকমান্ডোকে হত্যা করেছে এবং ৩ জনকে আটক করেছে। আটকদের একজনের নাম অনিল। তাদের কাছে লিম্পপেট মাইন পাওয়া গিয়াছে। আটকরা স্বীকারোক্তিতে বলিয়াছে তারা ভারতে ভারতীয় নৌবাহিনী দ্বারা প্রশিক্ষন প্রাপ্ত। চট্টগ্রামের পতেঙ্গা উপকুলে পাকসেনাদের কোস্টাল নেভি ও বেসামরিক জাহাজ আক্রমণের জন্য তাদের দলকে পাঠানো হইয়াছিল। কিছুদিন আগে চালনায় অনুপ্রবেশকারী ফ্রগমেনরা একটি বিদেশী খাদ্যবাহী জাহাজ এসএম লাইটেনিং ক্ষতিগ্রস্ত করিয়াছিল।