২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ জাতিসংঘ সাধারন পরিষদে পাক ভারত প্রতিনিধির বক্তব্য
জাতিসংঘ সাধারন পরিষদে পাকিস্তান প্রতিনিধিদল নেতা মাহমুদ আলী গতকাল জাতিসংঘ সাধারন পরিষদে বলেন পাক ভারত এর মধ্যে সংঘর্ষ এড়াতে হলে বিশ্ব রাষ্ট্র বর্গের উচিত তারা যেন ভারতকে তার গুরুতর পরিনাম সম্পর্কে জানায় এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার নীতি পরিহার করতে প্রভাব খাটাতে বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরন সিং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে বক্তব্য দেয়ায় তারা বাধা দিয়েছিল এধরনের বক্তব্য জাতিসংঘ সনদের লঙ্ঘন। তিনি বলেন ভারতের মন্ত্রী আবার বক্তব্ব দিতে আসবেন কিনা তা তিনি জানেন না। পাকিস্তান প্রতিনিধিদল নেতা মাহমুদ আলী তার ভাষণে বলেন ভারত সীমান্তকে সশস্র সংঘর্ষের ক্ষেত্রে পরিণত করেছে এবং অন্যান্য সাহায্য সহযোগিতা প্রদান করছে। বিচ্ছিন্নবাদীরা ভারতেই আশ্রয় পেয়েছে।
তিনি বলেন আসাম এবং পশ্চিমবঙ্গের সাথের সীমান্ত দৈনিক গোলাগুলির ক্ষেত্রভুমিতে পরিনত হয়েছে। এ সকল এলাকায় ভারত আগে থেকেই সামরিক শক্তি বৃদ্ধি করে আসছিল। এটা এখন পরিস্কার ভারত মুক্তিবাহিনীকে প্রশিক্ষন, সাজ সরঞ্জাম এবং অর্থ প্রদান করছে। এ ব্যাপারে তিনি সরন সিং এর তাদের পার্লামেন্ট এ দেয়া ভাষণের উদাহরন দেন। তিনি ভারত সরকার প্রকাশিত শরণার্থী সংখ্যা নিয়ে বলেন ৯০ লাখ সত্য নয়। প্রকৃত সংখ্যা হল ২০ লাখ ২ হাজার ৬ শত ২৩ জন মাত্র। অধিবেশনে ভারতের প্রতিনিধি কিছু বলতে চাইলে পরিষদ সভাপতি আদম মালিক বাধা দিয়ে বলেন আজ আর সময় নেই আগামীকাল বলুন। ১ অক্টোবর পাকিস্তানী প্রতিনিধির পুর্নাঙ্গ বক্তব্য দেয়ার দিন নির্ধারিত আছে।