You dont have javascript enabled! Please enable it! 1971.09.28 | শেখ মুজিবের বিচার ও বিচার সম্পর্কে মন্তব্য - সংগ্রামের নোটবুক

২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ শেখ মুজিবের বিচার ও বিচার সম্পর্কে মন্তব্য

সামরিক প্রশাসকের দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে দেয়া হয় যে, কোনক্রমেই শেখ মুজিবের বিচার সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না। নোটে বলা হয় জনগনের উচিত নিজেদের স্বার্থে এমন কিছু না বলা বা এমন কিছু না করা যা আদালত অবমাননা বা মামলার বিবরণীর গোপনীয়তা লঙ্ঘন বা সরকার বা আসামী পক্ষে মামলার ক্ষতি সাধন করতে পারে। প্রধান সামরিক আইন প্রশাসক ২৮ সেপ্টেম্বর একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে ১১ আগস্ট শেখ মুজিবুর রহমানের বিচার শুরু হয়েছে। পাকিস্তানের নামকরা আইনজীবী এ কে ব্রোহীর নেতৃত্বে চার সদস্যের একটি আইনি দল শেখ মুজিবের পক্ষে লড়ছে। অপর সদস্যরা হল গোলাম আলী মেমন, আকবর মিরন, গোলাম হোসেন। এ পর্যন্ত ২০ জনের সাক্ষী সমাপ্ত হয়েছে।