You dont have javascript enabled! Please enable it!

২৮ সেপ্টেম্বর ১৯৭১ঃ তথ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার পলাতক জীবনের কাহিনী প্রকাশ

তথ্যমন্ত্রী ওবায়দুল্লাহ মজুমদার ভারতের ত্রিপুরায় তার দুই মাস পলাতক জীবনের কাহিনী প্রকাশ করেন। তিনি বলেন ভারতের শরণার্থী শিবিরে দারিদ্রতা ও রোগে শরণার্থীদের মৃত্যু মৃত্যুতে শরণার্থীদের মোহমুক্তি ঘটেছে এবং তারা হতাশ হয়ে পড়ছে। ভারত তাহাদের নিজের স্বার্থে তাহাদিগকে ব্যাবহার করছে। কিছু চরমপন্থী ছাড়া বাকী সকলেই দেশে ফিরে আসতে ইচ্ছুক। ভারতের ক্ষতিকর প্রচারনা ও বিদ্বেষপূর্ণ আচরন তাদের দেশে ফিরতে বাধা দিচ্ছে। ভারত সবসময়েই শরণার্থীদের অতিরিক্ত সংখ্যায় প্রচার করছে। শিবিরগুলির পরিবেশ অস্বাস্থ্যকর রোগে সেখানে অসংখ্য শরণার্থী মৃত্যুবরণ করছে। অল্প জায়গায় ঠাসাঠাসি করিয়া তাদের রাখা হইয়াছে।

শিবির গুলোতে খাদ্য সরবরাহ অনিয়মিত। কিছু এমএনএ এবং এমপিএদের এক রুমে ২-৩ টি খাট দেয়া হয়েছে তবে অনেকেই স্থান না পেয়ে নিজেরাই থাকার ব্যাবস্থা করে নিয়েছে। কলকাতায় অবস্থানকারীদের অবস্থাও তেমন ভাল নয়। তিনি সবসময় নিজেকে পাকিস্তানী ভেবেছেন এখনও ভাবেন। পরিস্থিতির চাপেই তিনি সেখানে আশ্রয় নিয়েছিলেন। সেখানে ছাত্রদের জন্য সেখানে আশ্রয় নাই। তাদের বেকার থাকা যাবে না তাই তাদের জোর করে যুদ্ধের প্রশিক্ষন দেয়া হচ্ছে। এসকল যোদ্ধারা প্রায় পাকিস্তানে প্রবেশ করে তাদের অস্র জঙ্গল ডোবায় ফেলে দেয় এবং ভারতে ফিরে জানায় তারা বেশ কিছু সফল অভিযান করে এসেছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!