You dont have javascript enabled! Please enable it!
আসাদগেট অপারেশন
১৯৭১ সালের আগস্টে বাঙালি ছাত্র/স্বেচ্ছাসেবক গেরিলাদের আরেকটি সফল অভিযান ছিল আইয়ুব গেট অপারেশন, যা বর্তমানে আসাদগেট নামে পরিচিত। মিরপুর থেকে যে সামরিক কনভয়টি আসছিল, তার কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে গেরিলারা। গেরিলারা আসাদগেটের সম্মুখে ১টি গাড়িতে করে এসে পেট্রোল নেয়ার অজুহাতে পেট্রোল পাম্পে অপেক্ষা করতে থাকেন। যখন পাকিস্তানি সেনা কনভয়টি মিরপুরের দিক থেকে আসছিল, তখন গেরিলা উলফাত কনভয়ে আসা ১টি বাসের নিচে মাইনের বিস্ফোরণ ঘটান। ঐ বাসে মিরপুরের কিছু অবাঙালি যাত্রী ছিল। মাইন বিস্ফোরণে বাসটিকে পাহারা দিয়ে রাখা অন্য সামরিক যানবাহনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়।
পেট্রোল পাম্প বিস্ফোরণ
আগস্ট মাসে গেরিলাদের আরেকটি সফল অভিযান ছিল পাকিস্তানের জাতীয়  পেট্রোল পাম্পে অপারেশন পরিচালনা করা। গেরিলারা কালাে মুখােশ পরে অভিযান চালায়, যা এ পাম্পে কর্মরত কর্মচারীদের ভীত ও সন্ত্রস্ত করে তােলে। মুক্তিবাহিনী এসেছে, এ চিৎকার করতে করতে পেট্রোল পাম্পের কর্মচারীরা দৌড়ে পালিয়ে যেতে থাকে, তারপর আগত গেরিলাদের ১জন ১০ পাউন্ড পিইকে বিস্ফোরকের ১টি চার্জ লাগান এবং সেফটি ফিউজ আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলাে তাদের পত্রিকায় মুক্তিবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ডের বিবরণ ছাপতে থাকে। ১টি বিদেশি পত্রিকায় হেডলাইন আসে “পেট্রোল পাম্প অপারেশনের মাধ্যমে এটাই বােঝা যায়, গেরিলারা তাদের ইচ্ছামতাে ঢাকার যে-কোনাে জায়গায় চলাফেরা করতে পারে।”

সূত্র : মুক্তিযুদ্ধে সামরিক অভিযান – তৃতীয় খন্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!