সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে বিস্ফোরণ
গেরিলাদের একটি প্রধান কাজ ছিল দেশের অভ্যন্তরীণ যােগাযােগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেওয়া। গ্রাম এলাকার মুক্তিবাহিনী অনেক ইলেকট্রিক পাইলন। ধ্বংস করে, যা সারা দেশে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায়। ১৯৭১ সালের ৩ নভেম্বর ঢাকার গেরিলারা সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩টি বিস্ফোরণ ঘটায়, যাতে এ কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়। যার ফলে ঢাকা, নারায়ণগঞ্জ ও টঙ্গি সপ্তাহ খানেক অন্ধকারাচ্ছন্ন থাকে।
ডিআইটি ভবনের ৭ তলায় বিস্ফোরণ
১৯৭১ সালের ২৮ অক্টোবর বেলা ১টা ১৫ মিনিটে মতিঝিলের ডিআইটি . ভবনের ৭ তলায় এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ডিআইটি ভবনে তখন টেলিভিশন। স্টুডিও অবস্থিত ছিল। হানাদার বাহিনী সেখানে সর্বদা প্রহরায় নিয়ােজিত ছিল। ডিআইটি টাওয়ারের উপর টেলিভিশন অ্যান্টেনা টাওয়ারটি ভেঙে দেওয়াই ছিল মূল পরিকল্পনা। অনেক বিপদ ঘাড়ে নিয়ে নকল পরিচয়পত্রের মাধ্যমে গেরিলারা টিভি স্টেশনের ভিতরে প্রবেশ করে টাওয়ারটির ঠিক মধ্যবর্তী স্থানে। বিস্ফোরক রাখেন। তক্কালীন পাকিস্তান টিভির অফিসার মাহবুব আলী এবং গেরিলা বাহিনীর জন ও ফেরদৌস সমন্বিতভাবে এ অপারেশন পরিচালনা করেছিলেন। তাঁরা ১টা ১২ মিনিটে সেফটি ফিউজে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ডিআইটি ভবন ত্যাগ করেন। এর ঠিক কয়েক সেকেন্ড পরই প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণে টাওয়ারের একাংশ ভেঙে গিয়েছিল। পরদিন খবরের কাগজে এ ঘটনার বিবরণ বেরিয়েছিল।
সূত্র : মুক্তিযুদ্ধে সামরিক অভিযান – তৃতীয় খন্ড