You dont have javascript enabled! Please enable it! 1971.09.27 | প্রেসিডেন্ট এর ক্ষমা ঘোষণায় আখতার সোলায়মান এর সন্তোষ প্রকাশ - সংগ্রামের নোটবুক

২৭ সেপ্টেম্বর ১৯৭১ঃ প্রেসিডেন্ট এর ক্ষমা ঘোষণায় আখতার সোলায়মান এর সন্তোষ প্রকাশ

লন্ডনে এক বিবৃতিতে সোহরাওয়ারদী কন্যা আখতার সোলায়মান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক গোলযোগের সময় যে সকল লোক বিপথগামী হয়েছে তাদের ক্ষমা করায় ইয়াহিয়ার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন উত্তেজনা বশত বা চাপের কারনে জনগণ এরুপ ভুল করে থাকে। যারা এই রুপ ভুল করেছে তাদের জন্য সাধারন ক্ষমা তাহাদের স্বগৃহে ফেরত আসার সুযোগ করে দিয়েছে। পূর্ব পাকিস্তানে বেসামরিক শাসন বেবস্থা প্রতিষ্ঠার পথে ইহা একটি শুভ পদক্ষেপ। সীমান্ত অতিক্রম করে যারা ভারত গমন করেছেন তাদের ফিরে আসার জন্য তিনি আহবান জানান।

সলায়মান বলেন পাকিস্তানের পক্ষে প্রচারনার অংশ হিসেবে আগামী সপ্তাহে তিনি জেনেভা যাচ্ছেন। তিনি বলেন ভারত শরণার্থী প্রত্যাবর্তনে বাধা সৃষ্টি করছে এবং বিপথগামীদের অস্র দিয়ে সাহায্য করছে। তিনি লন্ডন প্রবাসী এক সিলেটীর উদাহরন দিয়ে বলেন মার্চে তিনি সিলেটে ছিলেন তিনি নিজ চোখে দেখে এসেছেন বিদ্রোহীদের কিভাবে ভারত অস্র দিয়ে সাহায্য করেছে।