২৭ সেপ্টেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধীর মস্কো সফর
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনার জন্য তিনদিনের সরকারী সফরে মস্কো পৌঁছেছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানান সোভিয়েত প্রধান মন্ত্রী আলেক্সি কোসিগিন। পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং এবং প্রধানমন্ত্রীর সচিব ডি পি ধর তাহার সফর সঙ্গী আছেন।