২৭ সেপ্টেম্বর, ১৯৭১ঃ মওলানা মান্নান নিয়াজী বৈঠক
মওলানা এম.এ.মান্নানের নেতৃত্বে মাদ্রাসা শিক্ষক সমিতির ২৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল ‘খ’ অঞ্চলের সামরিক আইন প্রশাসক লে: জেনারেল নিয়াজীর সাথে দেখা করেন। সাক্ষাতে মওলানা মান্নান বলেন, মাদ্রাসা শিক্ষক সমিতি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এটি ইসলামের খেদমতের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন পাকিস্তানের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে সংগঠনের ২৫০০০ মাদ্রাসার শিক্ষক পূর্ণ সহযোগিতা করবেন। তিনি লে: জেনারেল নিয়াজীকে একখানা কোরআন শরিফ উপহার দেন। নিয়াজি ইসলামকে রক্ষা ও উহার উন্নতির জন্য উলেমা সম্প্রদায়ের অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেখান।