You dont have javascript enabled! Please enable it! 1971.05.21 | ‘আমরা মৃত্যুর দিন গুনছি’ | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

‘আমরা মৃত্যুর দিন গুনছি’ 

বুধবার নিউইয়রক পােস্ট বলেছে, পাকিস্তানী কূটনীতিকরা যদিও ক্রমাগত বলেছেন, পূর্ব বাংলার অবস্থা স্বাভাবিক হয়ে পড়েছে, তবু নিউইয়র্কে অবস্থিত বাঙালীরা দেশে ফিরতে ভয় পাচ্ছেন। নিউ ইয়র্ক পােস্ট বলেছে, গণহত্যা শুরু হওয়ার পর থেকে এই প্রথম আমেরিকার বাঙালীরা পূর্ব বাংলা থেকে চিঠিপত্র পেতে শুরু করেছেন। পােস্ট একটি চিঠির বয়ান তুলে দিয়েছে। ঢাকার বসবাসকারী বাবা-মা তাদের ছেলের কাছে লিখেছেন, আমাদের স্নেহের….তােমার ঘরে ফেরার দরকার নেই। কারণ এখন সময় খুবই খারাপ। আমরা শুধু মৃত্যুর দিন গুনছি। টাকাকড়ি নেই, ডাকতার নেই, নেই ওষুধ। এমনকি দুই মুঠো খাবারও কিছু নেই। ঢাকায় আর কিছু বাকি নেই।

সকলেই চলে গিয়েছে। বাছা, আমাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা কর।… পূর্ব বাংলার পরিস্থিতি পাকিস্তান সরকারের অভ্যন্তরীণ ব্যাপার হলেও ব্যাপারটা এতই গুরুতর ও জরুরি যে, কাজে লাগে এমন সাহায্যের উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সামাজিক কমিটিকে এগিয়ে যেতে হবে। আজ বৃহস্পতিবার কমিটির কাছে এই বক্তব্য রাখেন যুগােশ্লাভরার প্রতিনিধি শ্রীনাসতে কালােভেসকি। যুগােশ্লাভ প্রতিনিধি কমিটিতে পূর্ববঙ্গের ঘটনাবলীর মানবিক দিক সম্পর্কে বক্তৃতা করছিলেন। ব্যাপারটি কমিটির সামনে তােলে ভারত এই সপ্তাহের গােড়ার দিকে। পিটিআই। ২১ মে ‘৭১

Reference:

২১ মে ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা