২৬ সেপ্টেম্বর ১৯৭১ঃ পাবনায় গভর্নর মালিক
গভর্নর মালিক রিলিফ কমিশনার কে সাথে নিয়ে বন্যা উপদ্রুত পাবনা সফর করেন। তিনি বিমানে করে আকাশ থেকে রাজশাহী ও পাবনার বন্যা পরিস্থিতি দেখেন। পাবনায় তিনি এক জনসভায় ভাষণ দেন। তিনি ভারত থেকে ফেরত আসা শরণার্থীদের জাতিসংঘের সহায়তায় পুনর্বাসনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি পাকিস্তানের শত্রুদের প্রতি সদা সতর্ক থাকার জন্য জনগনের প্রতি আহ্বান জানান। এসকল শত্রুরা সমাজে অরাজকতা জনগনের মধ্যে হতাশা সৃষ্টির কাজে তৎপর রয়েছে। তিনি বলেন জনগনের মধ্যে সুদৃঢ় ঐক্য ও ধর্মের প্রতি অটল বিশ্বাসই সকল প্রকার বাধা বিপত্তি সাফল্য এর সহিত কাটিয়ে উঠার সাহায্য করতে পারে। এর আগে স্থানীয় কলেজ মাঠে তিনি আরেকটি সমাবেশে ভাষণ দেন।