কসবা থানায় মুক্তিযুদ্ধ ও পাশে চিকিৎসা ব্যবস্থা
সীমান্তের সাথে লাগোয়া কসবা। ক্রমাগত যুদ্ধ চলছে। বাঙ্কার করে প্রস্তুত। মুক্তিবাহিনী নিজেদের সংগৃহীত ধান শুকাচ্ছে। কিছু যুদ্ধের ধ্বংসাবশেষও এখানে আছে। প্রচুর অস্ত্র ও গোলাবারুদ নিয়ে রওনা করছে আবার। আর আহত যোদ্ধাদের চলছে চিকিৎসা। চিকিৎসক নিজেও কাঁধে অস্ত্র রেখেছেন। যে কোন মুহুর্তের জন্য প্রস্তুত সবাই। মুক্তিযুদ্ধ এখানে যেন জীবন্ত হয়ে ওঠে। ভিডিওটি একাত্তরের নভেম্বরের শেষ দিকের।
Kasba – a border-attached zone. Close to Agartala. Fighting goes on. Freedom fighters were preserving the paddy as their food storage, gathering the arms and ammunitions, getting ready for the next battle. Bunkers were made as a strong facility of defense. On the other side, injured fighters were getting treatment by the medical facility. Their war will never stop till the death. War was live there. The video was taken at the end of November, 1971.