You dont have javascript enabled! Please enable it!

২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ দুই মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম আজম

স্থানীয় এক হোটেলে ঢাকা শহর জামাতে ইসলামী আয়োজিত জামাতে ইসলামী থেকে মনোনীত দুইজন মন্ত্রী শিক্ষা মন্ত্রী আব্বাস আলী খান এবং রাজস্ব মন্ত্রী একেএম ইউসুফের সংবর্ধনা অনুষ্ঠানে জামাত প্রাদেশিক সভাপতি গোলাম আজম বলেন মুসলিম জাতীয়তাবাদকে বাদ দিয়ে তিনি বাঙ্গালী জাতীয়তাবাদ মানতে রাজি নন। জামাতের কর্মীরা পাকিস্তান অখণ্ড রাখার সংগ্রামে নিজেদের আত্মাহুতি দিচ্ছে। তিনি বলেন দেশের সাম্প্রতিক সঙ্কট ও দুষ্কৃতিকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপে যত পাকিস্তানী শহীদ হয়েছে তাদের মধ্যে সবচে বেশীই জামাত কর্মী। জামাতে ইসলামী পাকিস্তান ও ইসলামকে অভিন্ন মনে করে। পাকিস্তান সারা বিশ্ব মুসলিমদের জন্য ইসলামের ঘর।

পাকিস্তান বেচে না থাকলে জামাত কর্মীদের দুনিয়ায় বেচে থাকার কোন অর্থ হয় না। তাই জামাত কর্মীরা জীবন বাজী রেখে পাকিস্তান রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যই তার দলের দুই সিনিয়র নেতাকে মন্ত্রিত্ব নিতে হয়েছে। তিনি বলেন জামাত ক্ষমতার পাগল নহে তাই যদি হত তাহলে আইউবের সরকারে তারা যোগ দিতে পারতো। জামাত আইউবের আমন্ত্রন প্রত্যাখ্যান করায় তার দল নিষিদ্ধ হয়েছিল এবং নেতাদের জেলে যেতে হয়েছিল। একটি আদর্শবাদী দল হয়ে জনগনের প্রতিনিধিত্ব দ্বারা গঠিত নয় এমন মন্ত্রীসভায় যোগদানের কারন তিনি ব্যাখ্যা প্রদান করেন। পরে মন্ত্রী দ্বয়ের উদ্দেশে অভিনন্দন বাণী পাঠ করেন দলের শহর সভাপতি গোলাম সারওয়ার সভায় মন্ত্রীদ্বয় বলেন দায়িত্ব পালনে সবার সহযোগিতা দোয়া পরামর্শই চলার পথে পাথেয় হবে বলে উল্লেখ করেছেন। সভায় সভাপতিত্ব করেন শহর জামাত সভাপতি গোলাম সারোয়ার। সভায় আরও ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রহিম, প্রাদেশিক সাধারন সম্পাদক আব্দুল খালেক, শফিকুল্লাহ, ডঃ কাজী দীন মোহাম্মদ, ডঃ আব্দুল লতিফ ভুইয়া, ডঃ ইমাম উদ্দিন, ডঃ হাবিবুল্লাহ , ডঃ মুস্তাফিজুর রহমান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জালাল উদ্দিন, অধ্যক্ষ আমিরুল হক।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!