২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ আরও ৫ কূটনীতিক বরখাস্ত
পাকিস্তান সরকার পক্ষত্যাগী ৫ বাঙালী কূটনীতিককে বরখাস্ত করেছে। এরা হলেন আবুল মাল আব্দুল মুহিত (সিএসপি) ইকনমিক কাউন্সিলর যুক্তরাষ্ট্র , মহিউদ্দিন আহম্মদ (সিএসএস) ট্রেড কমিশনার হংকং, রফিকুল ইসলাম চৌধুরী (পিএসপি) ১ম সচিব ডেপুটি হাই কমিশন কলকাতা, ফজলুল হক লেবার এটাচে ব্রিটেন , কাজী নজরুল ইসলাম (সিএসএস) ৩য় সচিব ডেপুটি হাই কমিশন কলকাতা।