You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | মুক্তিযোদ্ধাদের পেতে রাখা বোমায় মন্ত্রী আহত - সংগ্রামের নোটবুক

২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ মুক্তিযোদ্ধাদের পেতে রাখা বোমায় মন্ত্রী আহত

মুক্তিযোদ্ধাদের পেতে রাখা টাইম বোমায় দুপুর দেড়টায় প্রাদেশিক মৌলিক গনতন্ত্র ও স্বায়ত্তশাসন ( স্থানীয় সরকার ) মন্ত্রী ও নেজামে ইসলামী নেতা মওলানা মোহাম্মদ ইসহাক আহত হয়েছেন। তিনি ডান পা ও ডান হাতে আঘাত পেয়েছেন তবে তা গুরুতর নয়। লালবাগে দলীয় অফিসে এক সভা শেষে সচিবালয়ে যাওয়ার পথে ঢাকা মেডিক্যালের সামনে পৌঁছালে ঘটনা ঘটে। পুলিশ বলেছে ড্রাইভারের আসনের নীচে বোমা পাতা হয়েছিল। বিস্ফোরণে তার গাড়ীর ড্রাইভার আহত হয়েছেন। গাড়িতে থাকা তার দেহরক্ষী এবং এক ছাত্র নেতা অক্ষত ছিলেন। আহত মন্ত্রীকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেখতে যান মন্ত্রী আখতার উদ্দিন, এ এস এম সোলায়মান, কাউন্সিল মুসলিম লীগ নেতা খাজা খয়ের উদ্দিন, একিউএম শফিকুল ইসলাম গভর্নরের সামরিক সচিব। রমনা থানায় মামলা দায়ের করা হয়েছে কোন গ্রেফতার নেই।