You dont have javascript enabled! Please enable it! 1971.09.25 | আলিয়া মাদ্রাসায় চা চক্রে মতিউর রহমান নিজামী - সংগ্রামের নোটবুক

২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ আলিয়া মাদ্রাসায় চা চক্রে মতিউর রহমান নিজামী

ইসলামী ছাত্র সংঘ অল পাকিস্তান সভাপতি মতিউর রহমান নিজামী ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দলের এক চা চক্রে বলেছেন ভারতীয় অনুপ্রবেশকারী দুষ্কৃতিকারীদের সন্ত্রাসবাদী তৎপরতা নির্মূল করতে দেশপ্রেমিক জনতাই যথেষ্ট। সভায় সভাপতিত্ব করেন ইউসুফ আলী চৌধুরী। তিনি বলেন যুদ্ধকালীন অবস্থার সাথে বর্তমান অবস্থার কোন পার্থক্য নেই। আমরা ভেতরেও বাইরেও শত্রু দ্বারা আক্রান্ত। তাই এখন কথা বলার সময় নেই কাজের সময়। বর্তমান সঙ্কটের ফলে একটা জিনিষ পরিস্কার হয়েছে যারা ইসলাম ভালবাসে তারাই পাকিস্তানকে ভালবাসে।

এ কথাটি যেন আমাদের বুদ্ধিজীবীরা ভুলে না যান। ইসলামকে বাদ দিয়ে যে পাকিস্তান টিকতে পারে না এটা রাজনৈতিক নেতৃবৃন্দ উপলব্দি করতে পারলেই পাকিস্তানকে চিরস্থায়ী করার সত্যিকারের পদক্ষেপ নেয়া সম্ভব হবে। তিনি বলেন বিগত ২৪ বছরে সকল সরকার মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেছে এখন দেখা যাচ্ছে সাধারন শিক্ষার্থীরাই পাকিস্তান ধ্বংসে সবচে বেশী ভুমিকা রাখছে। আর চরম অবহেলিত মাদ্রাসা ছাত্ররাই পাকিস্তান রক্ষায় জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে।