You dont have javascript enabled! Please enable it!

২৫ সেপ্টেম্বর ১৯৭১ঃ দুর্গাপুজা অপারেশন লাইফ লাইনকে বিলম্বিত করছে।

বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই পশ্চিম বঙ্গের শরণার্থী শিবির গুলোতে ভারত সরকার অপারেশন লাইফ লাইন চালু করার কথা ছিল কিন্তু ১০ দিন ব্যাপী দুর্গা পুজা আগামীকাল থেকে শুরু হওয়ায় তা এখন বিলম্বিত হচ্ছে। একটি শরণার্থী ক্যাম্পের দায়িত্বরত বিদেশী চিকিৎসক জন সামান জানিয়েছেন কর্মসূচী বিলম্বিত হলে অনেক শিশু প্রান হারাতে পারে। ডঃ কলচ এর অধীনে কিছু চিকিৎসক রয়েছে যারা অতিরিক্ত দায়িত্ব পালন করে পরিস্থিতি সামাল দিচ্ছেন কিন্তু সকল শিবিরে তা সম্ভব হচ্ছে না। অপারেশন লাইফ লাইনের ৪১২ টি স্বাস্থ্য কেন্দ্রের মাত্র ৬০ টি চালু হয়েছে। ভারত সরকার জানিয়েছে পরিকল্পনায় তাদের ১০০০ টি কেন্দ্র আছে। বর্ষা মৌসুম তাদের এ কাজ বিলম্বিত করেছে।