You dont have javascript enabled! Please enable it! গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের যুদ্ধ - সংগ্রামের নোটবুক

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের যুদ্ধ

জয়দেবপুর রেলক্রসিং থেকে ৫০০ মিটার পূর্ব দিকে গাজীপুর শহরের প্রধান। সড়কের উত্তর পার্শ্বে অবস্থিত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়। গাজীপুর সদর উপজেলায় গাজীপুর জেলা সদর অবস্থিত। বর্তমানে জেলা প্রশাসকের অফিস, এ রাজবাড়িটি ছিল জয়দেবপুরের সেনা ক্যাম্পের অবস্থান। ১৯ মার্চের প্রতিরােধ ও ২৫ মার্চ রাতের ক্র্যাকডাউনের পর বাঙালি সৈনিকেরা সেনা ক্যাম্প থেকে বের হয়ে মুক্তিযােদ্ধাদের সাথে কাঁধে। কাঁধ মিলিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এ সময়ের পর থেকেই পাকিস্তানি বাহিনী রাজবাড়ি সেনা ক্যাম্পটি রক্ষা করার জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে এবং রাজবাড়িকে একটি স্ট্রং পয়েন্টে পরিণত করে। তারা জয়দেবপুরে বর্তমান মুক্তিযােদ্ধা সংসদের ভবনটিতে ১টি পােস্ট স্থাপন করে। এখানে ১জন সুবেদারসহ বেশ কিছু সৈনিক ও রাজাকার স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে জয়দেবপুর স্টেশন, রেললাইন ও মূল সড়ক পাহারা দিত।  মুক্তিবাহিনীর ২টি দল এ যুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযােদ্ধা শহিদুল ইসলাম পাঠান ছিলেন ১টি দলের অধিনায়ক এবং অপর দলটির অধিনায়ক ছিলেন মুক্তিযােদ্ধা শহিদুল্লাহ বাচ্চু। মুক্তিযােদ্ধারা প্রায়ই রাজবাড়ি সেনা ক্যাম্প এবং মুক্তিযােদ্ধা সংসদের বর্তমান কার্যালয়ে অবস্থিত পােস্টের উপর বিক্ষিপ্ত আক্রমণ পরিচালনা করে পাকিস্তানি বাহিনীকে সন্ত্রস্ত ও ব্যতিব্যস্ত করে রাখতেন।
তবে তাদের এ শক্ত প্রতিরক্ষা অবস্থান ও স্বয়ংক্রিয় অস্ত্রের কারণে পাকিস্তানি বাহিনীর খুব বেশি ক্ষয়ক্ষতি মুক্তিযােদ্ধারা করতে পারেন নি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এ স্ট্রং পয়েন্টটিকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে শহিদুল ইসলাম পাঠান ও শহিদুল্লাহ বাচ্চু নিজ নিজ গ্রুপ নিয়ে একযােগে আক্রমণ করলে ভােররাত থেকে প্রায় সারাদিন উভয়। পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এক পর্যায়ে গােলাবারুদ শেষ হয়ে যাওয়ার কারণে মুক্তিযােদ্ধারা পিছু হটতে থাকেন। এ সময়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বুলু গুরুতর আহত হন, বদিউজ্জামান খােকন পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন এবং শহিদ হন। তারপর থেকেই জয়দেবপুর রাজবাড়ি ও রেলগেট সংলগ্ন এলাকা থেকে আস্তে আস্তে পাকিস্তানি বাহিনী তাদের অবস্থান। গুটিয়ে নিতে থাকে এবং ঢাকার দিকে প্রস্থান করে।

সূত্র : মুক্তিযুদ্ধে সামরিক অভিযান – তৃতীয় খন্ড