২৪ সেপ্টেম্বর ১৯৭১ঃ প্রকাশিত সংবাদ প্রসঙ্গে নূরুল আমিনের প্রতিবাদ
পিডিপির সভাপতি নূরুল আমিন বেআইনী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হলে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কার্যক্রমের যৌক্তিকতাকেই নস্যাৎ করা হবে বলে যে সংবাদ উর্দু দৈনিক হুররিয়াত এ প্রকাশ হয়েছে তা অস্বীকার করে এক বিবৃতি দিয়াছেন। ইনি আরও বলেন প্রেসিডেন্ট এর সাথে তার যতবার বৈঠক হয়েছে তার একটিতেও তিনি এ বিষয়ে তার সাথে আলোচনা করেননি এ বিষয়ে তিনি কোন সাংবাদিকের প্রশ্নেরও সম্মুখীন হন নি এমনকি মুজিবের মুক্তির ব্যাপারেও প্রেসিডেন্ট এর সাথে কথা বলেননি। তিনি বলেন পশ্চিম পাকিস্তানের পত্রিকা সমুহে বরাবরই তার সংবাদ সমুহ সঠিক ভাবে এসেছে।
নোট ঃ এর পরপরই সরকার শেখ মুজিবকে নিয়া সংবাদ প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করে।