২৩ সেপ্টেম্বর ১৯৭১ঃ কুমিল্লা পরিস্থিতি
কুমিল্লা থেকে ট্রেন যোগে বিদেশী সাংবাদিকদের নিয়ে স্থানীয় কমান্ডার ফকিরহাট পর্যন্ত ভ্রমন করেন। বিদেশী সাংবাদিকরা ট্রেনের ভিতর বসে কমান্ডার ও সৈনিকের সাক্ষাৎকার গ্রহন করেন এবং কিছু বহিঃ দৃশ্য ধারন করেন। এতে দেখা যায় সড়ক সেতু ক্ষতিগ্রস্ত। টেলিফোন লাইন ধ্বংস। রেল সেতু সম্প্রতি মেরামত করা হয়েছে। সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী কুমিল্লা সবচেয়ে বিপজ্জনক জেলা যা সিমান্তের খুব কাছাকাছি এবং এখানে নিয়মিত গোলাবর্ষণ হচ্ছে। শহরের ৬০০০০ অধিবাসী নিরাপত্তার জন্য ভারত চলে গিয়েছে। যে ট্রেনটিতে তারা চড়েছিলেন তা ছিল মাঝারী অস্র দ্বারা সজ্জিত শ খানেক গোলন্দাজ সৈনিক সজ্জিত। স্থানীয় কমান্ডার বলেন পরিস্থিতি স্বাভাবিক তবে সীমান্ত কাছাকাছি হওয়ায় তারা স্বাভাবিক ট্রেন চলাচল করাচ্ছেন না।