২২ সেপ্টেম্বর ১৯৭১ঃ করাচীতে ভুট্টো
পিপিপি প্রধান জুলফিকার আলী ভুট্টো করাচীতে ঘোষণা করেন, তাঁর দল পূর্ব পাকিস্তানের উপনির্বাচনে অংশ নেবে। তিনি জানুয়ারীর আগেই দেশে পূর্ণ সংসদীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে একই সাথে কেন্দ্র ও প্রদেশসমূহের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে হবে। উল্লেখ্য আগের ২ দফা নির্বাচনে এই অংশে পিপিপি নির্বাচনে অংশ গ্রহন করে নাই। যদিও তাদের এই অংশে কমিটি ছিল এবং ইস্কাটনে তাদের অফিসও আছে। কতগুলি আসনে তারা প্রার্থী দিবে সে সম্পর্কে তিনি কোন ধারনা দেননি। তিনি হুমকি দিয়ে বলেন দেশে সংসদীয় গনতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশের অখণ্ডতা বিপন্ন হবে।