You dont have javascript enabled! Please enable it!

২২ সেপ্টেম্বর ১৯৭১ঃ গভর্নর মালিক ও সংবাদপত্রের সম্পাদক ও বার্তা সংস্থা সমুহের প্রধানদের সাথে বৈঠক

সন্ধায় মালিক সংবাদপত্রের সম্পাদক ও বার্তা সংস্থা সমুহের প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি তাহাদের সাথে খোলাখুলি আলাপ করেন। বৈঠকে প্রচারণার কৌশল নির্ধারণ করে দেয়া হয়। ঐ সময়ে পূর্ব পাকিস্তানে চালু পত্রিকা ছিল সংগ্রাম, আজাদ, ইত্তেফাক, অবজারভার, দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, পয়গাম, মর্নিং নিউজ, উর্দু ওয়াতান, পশ্চিম পাকিস্তানে ডন, উর্দু জং, নাওয়াই ওয়াক্ত, বার্তা সংস্থা এপিপি।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!